One

শেষ সময়ের ব্যস্তায় প্রার্থীরা

ডান্ডিবার্তা | জানুয়ারি ১৩, ২০২২ ৫:৩৩

ডান্ডিবার্তা রিপোর্ট

বন্দরের ৯টি ওয়ার্ডে ৪৬টি ভোট কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৪’শ ১৯ জন ভোটাধিকার প্রয়োগ করবে

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন র্নিবাচনের আর মাত্র ২ দিন বাকি। দিন যতই ঘনিয়ে আসচ্ছে ভোটারদের মাঝে উৎসব আমেজ তত বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে বন্দরের ৯টি। র্নিবাচনের শেষ মুহুতে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা প্রচন্ড শীতকে উপেক্ষা করে ভোটারদের ধারে ধারে এসে ভোট ভিক্ষা করেছে। বন্দর ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার  ৪’শ ১৯ জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর র্নিবাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভি (নৌকা) স্বতন্ত্র প্রার্থী এডঃ তৈমুর আলম খন্দকার (হাতি) ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি মাছুম বিল্লাহ (হাতপাখা) বাংলাদেশ কল্যান পার্টি রাশেদ ফেরদৌস সোহেল (হাতঘড়ি) খেলাফত মজলিসের সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি) খেলাফত আন্দোলনে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন (বটগাছ) স্বতন্ত্র প্রার্থী বাবু (ঘোড়া)। এ ছাড়াও বন্দরে ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে,  নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ১৯নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হলো ৯ হাজার ৯’শ জন। আসন্ন কাউন্সিলর পদে নির্বাচনে এ ওয়ার্ড থেকে ৩জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছে। এরা হলেন আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর (করাত) আলহাজ¦ মোখলেছ চৌধূরী (লাঠিম) ও আলহাজ¦ আলমগীর হোসেন (এমএসসি)। ২০নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হলো ১৩ হাজার ৮’শ ৫৪ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী অংশ গ্রহন করছে।  এরা হলেন গোলাম নবী মুরাদ (লাঠিম), হাজী শাহেন শাহ (করাত), সহিদুল হাসান মৃধা (ঘুড়ি)  মোঃ জাহাঙ্গীর হোসেন (ঠেলাগাড়ী),মোঃ হাসান মাসুম (রেডিও)। ২১নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হলো ১৫ হাজার ২’শ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৫ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছে। এরা হলেন, আলহাজ্ব হান্নান সরকার (রেডিও) নূর হোসেন (ঠেলাগাড়ী), আজিজুল হক আজিজ (লাঠিম) মোঃ শাহীন (ঘুড়ি) ও মোঃ রমজান (কাটাচামজ)। ২২নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হলো ২২ হাজার ৮’শ ৬৭ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছে। এরা হলেন সুলতান আহাম্মেদ (টিফিন কেরিয়ার), খান মাসুদ (ঘুড়ি) কাজী জহির (ঠেলাগাড়ী), শাহা আলম (লাঠিম) ইশরাত জাহান খান স্মৃতি (ঝুড়ি) আব্দুল কুদ্দুস (রেডিও)। ২৩নং ওয়ার্ড মোট ভোটার সংখ্যা হলো ২২ হাজার ৮’শ ৪৭ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছে। এরা হলেন দুলাল প্রধান (লাঠিম) আবুল কাউছার আশা (ঠেলাগাড়ী) মোঃ হান্নান (ঘুড়ি)। ২৪নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হলো ১৪ হাজার ৫’শ ৩০ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছে। এরা হলেন আফজাল হোসেন (ঘুড়ি) সাত্তার (লাঠিম) আমজাদ হোসেন  (ঠেলাগাড়ী) খোকন ভেন্ডার (ঝড়ি ) অপু (এসি) উজ্জল (রেকেট ব্যাট)। ২৫নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হলো ১০ হাজার ১’শ ৭২ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী অংশ গ্রহন করছে। এরা হলেন এনায়েত হোসেন (ঠেলাগাড়ী), মোশারফ হোসেন (ঘুড়ি) ও সাইদুর রহমান লিটন (ব্যাডমিন্টন) মোঃ শাহীন (লাঠিম)।২৬ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হলো ৫ হাজার ৪’শ ৪৩ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ গ্রহন করছে ৭ জন প্রার্থী। এরা হলেন মোজাম্মেল হক (ঠেলাগাড়ী) আনোয়ার হোসেন আনু (টিফিন কেরিয়ার) সামছুজোহা (ঘুড়ি) হাজী মোঃ আলী হোসেন (লাঠিম) সুমন রহমান  (রেকেট ব্যাট) আক্তার হোসেন (ট্রাকটর) ইলিয়াছ হোসেন (করাত)। ২৭নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হলো ১০ হাজার ২’শ ৬ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছে । এরা হলেন সিরাজুল ইসলাম (লাঠিম) আসাদুজ্জামান বাদল (ঠেলাগাড়ী), মোঃ ফারুক হোসেন (টিফিন কেরিয়ার) আলহাজ¦ আলমগীর (ঘুড়ি) ও ফারুক প্রদাক  রেডিও)। এ ছাড়াও সংরক্ষিত ১৯,২০ ও ২১নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী অংশ গ্রহন করছে। এরা হলেন, শিউলি নওশাদ (বই) শারমিন ইসলাম  (মোবাইল ফোন), নূরুন নাহার সন্ধ্যা (আনারশ) ও মায়ানূর (চশমা)। ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করছে। এরা হলেন ডলি বেগম (আনারশ), শাওন অংকন (বই) ও শাহানাজ বেগম (জিপগাড়ী)। ২৫,২৬ ও ২৭নং সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন প্রার্থী র্নিবাচনে অংশ গ্রহন করেছে। এরা হলেন ইফরাত আরা মায়া (বই), সানিয়া সাউদ (আনারশ) হোসনে আরা বেগম (চশমা)। বিভিন্ন সূত্রে ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ১৯ থেকে ২৭ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী ডাঃ আইভী বিপুল ভোটে নির্বাচিত হবে বলে তারা আশা প্রকাশ করেছে। সে সাথে প্রচার প্রচারনায় ও ভোটার জরিপে ১৯নং ওয়ার্ডে আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ডে হাজী শাহেন শাহ আহাম্মেদ, ২১নং ওয়ার্ডে আলহাজ¦ হান্নান সরকার, ২২ নং ওয়র্ডে সুলতান আহাম্মেদ ও ২৩নং ওয়ার্ডে দুলাল প্রধান ২৪নং ওয়ার্ডে আফজাল হোসেন ও ২৫ জন ওয়ার্ডে এনায়েত হোসেন এগিয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ২৬ ও ২৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে কে বিজয়ী হবে তা জানা যায়নি। তবে বাদলের অবস্থা ভাল বলে স্থানীয় ভোটাররা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01

Sunday

January

2023

.
HH:MM:SS:AM/PM

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২

ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]

ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল

ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]

নারায়ণগঞ্জ জেলা

AvovBnvRvi‡mvbviMvue›`iiƒcMÄwmw×iMÄdZzj­vm`i

বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪

আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]

মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?

ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭

হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ১৬:০৬
  • ১৭:৪৯
  • ১৯:০২
  • ৫:৪৯

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

Copyright © Dundeebarta 2023