One

শ্রমিক লীগের নামে সাইনবোর্ডে পরিবহনে চাঁদাবাজি
ডান্ডিবার্তা | নভেম্বর ২০, ২০২৩ ১০:১৪
ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড ষ্ট্যান্ডে শ্রমিক লীগের নাম ব্যবহার করে পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে একদল পরিবহন চাঁদাবাজ। ব্যাটারিচালিত অটোরিকশা, লেগুনা ও সিএনজি থেকে এই চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বন্ধ করে দেয়া হয় গাড়ির চাকা। এতে চাপা ক্ষোভ বুকে জমিয়ে কোন রকমে দিন পার করছেন ব্যাটারিচালিত অটো রিকশা, লেগুনা ও সিএনজি চালকেরা। এভাবে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চাঁদাবাজ চক্রের দল। তাদের এই চাঁদাবাজির পিছনে রয়েছে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের ইন্দন। যার ফলে তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম বিক্রি করে কথিত শ্রমিক লীগের কর্মীরা এসব চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। দৈনিক লাখ টাকার চাঁদা উঠানো হয় এই ষ্ট্যান্ড থেকে। যার নেপথ্যে রয়েছে কথিত শ্রমিক লীগ নামধারী কামরুল ওরফে চাঁদাবাজ কামরুল। মূলত কামরুলের শেল্টারেই ১০/১২ জনের একটি চাঁদাবাজ দল পরিবহন থেকে নিয়মিত এই চাঁদা আদায় করছে। জানা গেছে যাঁরা এই পরিবহন থেকে চাঁদা আদায় করছেন তারা হলেন, পরিবহন চাঁদাবাজ আসলাম, কাইল্লা মাসুদ ওরফে সিএনজি মাসুদ, রোকন, সেলিম, মনির, সোহাগ, শাকিল, সামসুল হক, রুবেল ও সোর্স কবির। সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোরিক্সা, লেগুনা ও সিএনজি মিলিয়ে ওই এলাকায় কয়েক হাজার গাড়ির নিয়মিত চলাচল রয়েছে। গাড়ির ধরন বুঝে নেওয়া হয় চাঁদা। তবে পূর্বে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিতে টোকেন না দিয়ে বিভিন্ন কৌশলে এসব চাঁদার টাকা উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে দীর্ঘদিন ধরে তাদের এই চাঁদাবাজি বহাল থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে দাবী ভুক্তভোগীদের। প্রশাসনের নিষ্ক্রিয়তায় এই চাঁদাবাজ চক্রটি প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই (চাঁদা আদায় করা ব্যাক্তি) একজন জানান, পরিবহন থেকে যে টাকা তোলা হয় তা চার ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ যায় আওয়ামী লীগের নেতাদের পকেটে, দ্বিতীয় ভাগ যায় প্রশাসন ম্যানেজ করতে, তৃতীয় ভাগ যায় কথিত এক বিশেষ পেশার লোকদের কাছে ও চতুর্থ ভাগ যারা চাঁদা আদায় করেন এবং চাঁদা আদায়ের শেল্টার দেন তাদের মাঝে। এভাবেই মাস শেষে হিসেব করে চাঁদা আদায়ের যে টাকা তা ভাগ করা হয় বলে জানান তিনি। তবে এর মাঝে আওয়ামী লীগের দলীয় কোন অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের খরচ এইখান থেকে দিতে হয় নেতাদের খুশি রাখতে। তাই এবার বিএনপির অবরোধ হরতালে এ মাসে অনেক টাকা খরচ হ’য়ে গেছে। তাই টাকা ভাগাভাগি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। এ মাসে আগের তুলনায় টাকার পরিমাণ অনেক কমে গেছে বলে চা খেতে খেতে কথা গুলো বলছিলেন তিনি। বিষয়টি জানতে কথা হয় কথিত শ্রমিক লীগের কর্মী কামরুল ইসলামের সাথে তিনি মুঠোফোনে জানান, ভাই আমি একটু প্রোগ্রাম (বিএনপির অবরোধ বিরোধী) নিয়ে ব্যস্ত আছি। এদিকে চাঁদাবাজ কামরুলের আরেক সহযোগী আসলামের সাথে কথা হলে মুঠোফোনে তিনি জানান, আমি কোন চাঁদা আদায় করিনা। সামনে বড় ভাই (বিশেষ পেশার ব্যাক্তি) আছে আপনি ওনার সাথে কথা বলেন। এবিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি সামাদ বেপারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিক লীগের কোন নেতাকর্মী পরিবহন থেকে চাঁদা উত্তলন করে না। যদি শ্রমিক লীগের নামে কেউ চাঁদাবাজি করে প্রমাণ পেলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি আমার জানা নেই। চাঁদাবাজি করলে সে যেই হোক ছাড় দেওয়া হবে না। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১০
- ১১:৫৩
- ১৫:৩৫
- ১৭:১৪
- ১৮:৩৩
- ৬:২৭
Copyright © Dundeebarta 2023