সিদ্ধিরগঞ্জে অবৈধ মেলা বন্ধে নেই পুলিশের তৎপরতা

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের মিজমিজ পূর্ব পাড়া মজিব বাগ এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মেলা খুঁজে পাচ্ছে না পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪ টা থেকে রাত ৭ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টাপর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মেলাটির সন্ধান করতে পারেনি। অথচ থানা থেকে মেলার দুরুত্ব মাত্র এক কিলোমিটারের মধ্যে। এলাকাবাসী জানান, গত সাত দিন ধরে সেখানে মেলাটি চলছে। মেলার মাইকের বিকট শব্দে আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে চলমান এসএসসির পড়ুয়া শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি অবৈধ এ মেলার কারন বিভিন্ন এলাকায় বখাটেরা সেখানে অবস্থান নিয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালীর ওই মেলাটি বসিয়েছে। এ কারণে এলাকার মানুষ গত কয়েকদিন এর প্রতিবাদ করতে পারেনি। গতকাল শুক্রবার চলমান মেলার সাউন্ড বক্সের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠে পুলিশের সরকারি নাম্বারে যোগাযোগ করেন স্থানীয়রা। সেখান থেকে জানানো হয় থানা পুলিশকে জানানো হয়েছে। তবে রাত ৭ টা পর্যন্ত পুলিশের অপেক্ষা করেও তাদের আসতে দেখা যায়নি। কয়েকজন এসএসসি পরীক্ষার্থী জানান, মজিব ফ্যাশনের পাশে কিছুদিন ধরে চলছে মেলাটি। সন্ধ্যার পর মেলার বিকট শব্দে ঘরে পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। যারা মেলা করছে তাদের অন্তত এ টুকু মনে রাখা প্রয়োজন ছিলো যে আশপাশের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে গণমাধ্যম কর্মীরা জানালে তিনি বলেন, মেলা সম্পর্কে কিছুই জানেন না। খোঁজ নেয়া হচ্ছে অবৈধ সেই মেলার বিষয়ে। তবে তার থানা এলাকার ১ কিলোমিটারের মধ্যে থাকা মেলার স্থলে বিকেল থেকে রাত ৭ টা পর্যন্ত কোন পুলিশকে দেখা যায়নি।
Leave a Reply