সিদ্ধিরগঞ্জে টর্চার সেলে অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনিতে স্থানীয় প্রভাবশালী এক নেতার সহযোগী শীর্ষ মাদক ব্যবসায়ী নাহিদের টর্চার সেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান মাদক দ্রব্য। আটক করা হয়েছে শওকত হোসেন (৩০) ও সেন্টু মিয়া (৩২) নামে দুইজনকে। গত বুধবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত দুই এ অভিযান চালায় পুলিশ। তবে অভিযান টের পেয়ে পালিয়ে গেছে মূলহোতা নাহিদ। নাম প্রকাশে অনিচ্ছুক আশপাশের একাধিক বাসিন্দা জানান, ঘরটি থেকে মাঝে মাঝে মানুষের কান্নার আওয়াজ শোনা যেত। ঘরে সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ীরা আড্ডা দিত। এসব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় ভয়ে কেহ আশপাশ যেত না। তবে ওই প্রভাবশালীর নাম বলতে অনিহা প্রকাশ করেন তারা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠ ও সহিংসতা প্রতিরোধে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালাতে গিয়ে এই টর্চার সেলের সন্ধান পাই। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গর্ত করে চারদিকে সিমেন্ট ঢালাই দিয়ে তৈরি করা গোপন সুরঙ্গ থেকে দেশীয় অস্ত্র, ছয় কেজি গাঁজা ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন লোকজনকে ধরে এনে এই ঘরে আটক রেখে মারধর করার দুইটি কাঠের রোলও উদ্ধার করা হয়েছে। মামলা করে আটক দুইজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আস্তানার শেল্টার দাতা ও মূলহোতাদের বিষয়ে তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাননি ওসি মশিউর।
Leave a Reply