সিদ্ধিরগঞ্জে দুই ভূমিদস্যু গ্রেপ্তার

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে জ্বাল জালিয়াতি ও ভুয়া দলিল করে জমি আত্মসাৎ মামলায় দুই জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। গ্রেফতার আসামিরা হলেন, একাধিক মামলার আসামি কদমতলী এলাকার রুহুল আমিনের ছেলে ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী মোঃ সাগর (৩০) এবং মিজমিজি বাতান পাড়া এলাকার মৃত বারেক মেম্বারের ছেলে বিএনপি নেতা মোঃ আলতাফ হোসেন (৪৫)। সূত্রে জানা যায়, ভুয়া জ্বাল দলিল করে জমি আত্মসাৎতের ঘটনায় নারায়ণগঞ্জ চিপ জুডিশিয়াল আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা (মামলা নং-২৪০) দায়ের করেন মোঃ আলী মর্তুজা নামে এক ভুক্তভোগী। বিজ্ঞ আদালত মামলাটি পর্যালোচনা করলে ঘটনার সাথে অভিযুক্তদের সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে বিজ্ঞা আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপরদিকে থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মোঃ সাগর ও আলতাফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় একাধিক রয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply