সিদ্ধিরগঞ্জে সড়ক দখল করে মেলা

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে সড়ক দখল করে আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের উদ্যোগে বসানো হয়েছে অবৈধ মেলা। গতকাল সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের কালু হাজী রোড এলাকায় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন সড়কের দুই পাশের জায়গায় ও সড়ক দখল করে প্রায় ৫০ টি দোকান ঘর করে মেলা বসিয়েছেন। এই মেলার পাশেই খোলা একটি অন্ধকার মাঠে রয়েছে ইলেকট্রিক দোলনা। রাতের অন্ধকারে উঠতি বয়সের ছেলে-মেয়েরা এক সাথে সেই দোলনায় চড়ে আনন্দ উপভোগ করে। তবে আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের দাবি প্রশাসনের অনুমতি নিয়েই এই মেলা বসানো হয়েছে। মেলার একাধিক দোকানী বলেন, গত শুক্রবার থেকে মেলা শুরু হয়েছে। কর্তৃপক্ষ চাইলে এই মেলা চলবে এক মাস পর্যন্ত। দোকান প্রতি কতো টাকা চাঁদা দিতে হয় জানতে চাইলে এক কসমেটিক্স দোকানি জানান, দোকান ভাড়া ও বাতি বাবদ ৩০০ টাকা করে দিতে হয় মেলার আয়োজকদের। তবে স্থানীয় এক ব্যাক্তির অভিযোগ, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন অবৈধ ভাবে এলাকার ভেতরে মেলা বসিয়েছে। সন্ধ্যার পর থেকেই এখানে কিশোর গ্যাং ও মাদক সেবীদের আড্ডা জমে। মেলায় আগতদের কোন নিরাপত্তা নেই। তার দাবি মেলার বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যাক্তি জানান, এটা একটি ব্যস্ততম রাস্তা। আওয়ামীলীগ নেতা আবুল তার ক্ষমতা দেখিয়ে রাস্তা দখল করে এভাবে মেলা বসাতে পারেনা। এখানে মেলা বসানোয় সন্ধ্যার পর থেকেই অনেক উঠতি বয়সের ছেলে-মেয়েরা আসে। সেখানে মেয়েদেরকে ইভটিজিং করা হয়। সম্মানের ভয়ে অনেকে প্রতিবাদ করতে সাহস পায়না। ছেলে মেয়েরা পড়াশোনা ফেলে মেলায় চলে আসে। যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি। তবে রাস্তার পাশে মেলা বসানোর বিষয়ে জানতে চাইলে আওয়ামীলীগ নেতা আবুল হোসেন বলেন, আমি সিদ্ধিরগঞ্জ থানা থেকে অনুমতি নিয়েই এই মেলা বসিয়েছি। পুলিশ এই মেলার বিষয়ে অবহিত আছেন। থানা থেকে কোন লিখিত অনুমতি দিয়েছে কিনা জানতে চাইলে আবুল বলেন আমি মৌখিক অনুমতি নিয়েছি বলে ফোন কেটে দেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পিপিএম জানান, পুলিশের কাছে এসব মেলার কোন অনুমোদন নেই। আমি ঘটনাস্থলে এখনি টিম পাঠাচ্ছি। পুলিশের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply