সেলিম ওসমানের সুস্থতা কামনা করে মাসুম আহম্মেদের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদের উদ্যোগে (১১ নভেম্বর) শুক্রবার বাদ জুমআ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এমপি সেলিম ওসমান বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মাসুম আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ‘এমপি সেলিম ওসমান মহোদয় তিনি উন্নয়নের রূপকার এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তিনি যাতে দীর্ঘজীবী হন আমরা সর্বদা সেই দোয়া করি। তার পাশাপাশি আমি সর্বস্তরের সকলের নিকট এমপি সেলিম ওসমানের জন্য দোয়া চাই’।
Leave a Reply