সোনারগাঁও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

১০ জুলাই, ২০২১ | ৪:২৭ অপরাহ্ণ |
ডান্ডিবার্তা |
523 Views
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজুসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজিসহ নানা অভিযোগ পাওয়া গেছে।
শনিবার এমরান হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায় সোনারগাঁও পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন বিরুদ্ধে সোনারগাঁও থানায় চাঁদাবাজিসহ প্রায় ১৭টি মামলা রয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
আভিযোগ সুত্রে জানা গেছে, বালু ব্যবসায়ি এমরান হোসেন নিকট থেকে সোনারগাঁও পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজু, সুজন মিয়া, আলমগীর হোসেন, টিটু মিয়া, মোঃ শুভ, নাদিম মিয়া কয়েক দিন যাবত তিন লাখ টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ি চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার বালুয়াদিঘিরপাড় এলাকায় বালু ব্যবসায়ি এমরান হোসেনের ড্রেজারের বালু বাহি রানিং ৮ ইঞ্চি ৩২ টি পাইপ ভাংচুর করে। এসময় ড্রেজারের স্টাফ মজিজ ও শফিক ভাংচুরে বাধা দিলে তাদের কিল ঘুষি লাথিসহ এলোপাতাড়ি ভাবে লাটি পেটা করে। আহতদের সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
cialis y prostata
Prednisone
Radiopaque substances are given and conventional xrays taken plaquenil eye problems Wrlxwj
Prednisone Hlibls
Buy Kamagra Europe Plaquenil Behfwp Main goal Assess viability of tissues to salvage the limb