Home » প্রথম পাতা » সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

সোনারগাঁয়ে খোকা বিরোধীরা একাট্টা!

২৩ নভেম্বর, ২০২১ | ১১:১৬ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 279 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে ব্যানারে উঠান বৈঠক লিখা থাকলেও নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃনাসির উদ্দীন করলেন সোনারগাঁ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিরোধী জনসভা। গতকাল সোমবার বাদ আসর শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে দেখা যায় এ চিত্র। অনুষ্ঠানে আগত অতিথি ও চেয়ারম্যান প্রার্থীর বক্তব্যে নির্বাচনী প্রচারণা থেকে বেশি উঠে আসে এমপি খোকা বিরোধী প্রতিটি নেতাকর্মী তাদের বক্তব্যে সোনারগাঁ এমপি খোকা বিরোধী বক্তব্য দেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন,আগামী ২৮ তারিখ ভোট দিবেন।এখানে একজন চেয়ারম্যান আছে তিনি হলেন করুনার প্রার্থী। কারন বিএনপি ৮ আসন পেলেও আপনেরা নির্বাচনে ২ আসন পাবেন না কারন আপনেরা কাবিখার টাকাও মেরে খাবেন। আপনেরা কিন্তু তারপর ভারত পালিয়ে যাবার সুযোগ পাবেন না। কারন এই এলাকার চেয়ারম্যান ও এই আসনের এমপিকে নিয়ে সরকারের উন্নয়ন প্রকল্প থেকে যে ৭ কোটি টাকা বাজেট এসেছিলো তা লুটেপুটে খেয়েছে।তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনেরা যারা নৌকার বিরুদ্ধে আসবেন তাদের ডাইরেক্ট একশ্যান করে দিবো। কারন আমাদের প্রধানমন্ত্রী আমাদের ডাইরেক্ট একশ্যান নিতে বলেছেন। লাঙল ৪টি ইউনিয়নে নিলেও আমরা আর কোন ইউনিয়নে নৌকার প্রার্থী দিবো না। বিশেষ অতিথির বক্তব্যে সোনারগাঁ আসনের সাংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন,দীর্ঘ দিন পর আমাদের নেত্রী যুগ উপযোগী সিদ্বান্ত নিয়ে নাসির ভাইকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছেন। যারা এখন পর্যন্ত এলাকার উন্নয়ন দেখতে পারেনি আমি বলবো আপনেরা নাসির ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করুন। এই নির্বাচন কিন্তু নির্বাচন না এই নির্বাচন শম্ভুপুরা ইউনিয়নের উন্নয়নের লড়াইয়ের জন্য নির্বাচন হবে। আপনেরা জানেন বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান ও এই আসনের এমপি এলাকার উন্নয়নের জন্য ৭ কোটি টাকার বরাদ্দ লুটেপুটে খেয়েছে। তাই আমি আপনাদের বলবো আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের নেত্রীর মনোনীত নাসির ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। মাহফুজুর রহমান কালাম তার বক্তব্যে বলেন, এখানের স্থানীয়রা বলেছেন এখানের পরিবর্তন দরকার। আমাদেরও মনে হয় এখানে পরিবর্তন হওয়া দরকার। একটা রিকশা দিয়ে যদি যাই তাহলে মনে হয় আমাদের কোমড় ভেঙে গেছে। সরকারের কাছ থেকে উন্নয়নের বাজেট এনে লুটেপুটে খেয়েছেন এই এলাকার চেয়ারম্যান। সোনারগাঁয়ে একজন খাই খাই আছে আর তার সাথে যোগ দিয়েছে আব্দুর রউফ। তাই আপনাদের বলবো আপনেরা নাসির ভাইকে একবার সুযোগ দিয়ে নির্বাচিত করুন কে এলাকার উন্নয়ন করবে। আপনেরা এখানে একবার পরীক্ষা করে দেখেন নির্বাচনে নাসিরকে বিজয়ী করে বর্তমান চেয়ারম্যান রউফ ভালো নাকি নাসির ভালো। পরীক্ষাটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু তার বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী আমাদের শম্ভুপুরা ইউনিয়নের উন্নয়নের জন্য বিভিন্ন সময় বাজেট দিয়েছিলেন কিন্তু আমাদের এই এলাকার চেয়ারম্যান এমপিকে নিয়ে জনগনের উন্নয়নের শেই টাকা খেয়ে ফেলেছেন। তাই আপনেরা নৌকা মার্কায় নাসির ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দেন।

 

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *