সোনারগাঁয়ে চাঁদাবাজদের দাপট

ডান্ডিবার্তা রিপোর্ট
১৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে সোনারগাঁয়ের সাবেক এমপি কন্যা রাজিয়া সুলতানা রতœা’কে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ঘ অঞ্চল আদালতে সোনারগাঁয়ের সাবেক এমপি এ.এস.এম সোলায়মান এর কন্যা রাজিয়া সুলতানা রতœা এ মামলা দায়ের করেন। যার মামলা নং- পিটিশন ১৭১/২০২২। মামলার আসামীরা হলেন, ১। সোহেল ভান্ডারী (৪৫) পিতা- ভান্ডারী, ২। তোফাজ্জল (৪০) পিতা- আমজাদ হোসেন, ৩। সুজন (৩৫) পিতা- মনোহরন মিয়া, ৪। সাহিনা পারভীন (৪০) পিতা- আব্দুল বাতেন, ৫। জাহাঙ্গীর আলম (৩৮) পিতা- আব্দুল বাতেন, ৬। মহিউদ্দিন খোকন (৩৬) পিতা- আব্দুল বাতেন, ৭। সাহার বানু (৫০) স্বামী- আব্দুল বাতেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বিগত ০৪/০৬/২০০৬ ইং থেকে রাজিয়া সুলতানা রতœা সোনারগাঁয়ের রহমত ম্যানসনে রতœদীপ ফ্যাশন জোন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। পরে সেখান থেকে ৩০/০৬/২০১৩ ইং বাড়ী মজলিশ মৌজার মনির ভবনের নিচ তলায় প্রায় ২ হাজার ৫ শত বর্গ ফুট ভাড়া নিয়ে সেখানে মেসার্স রতœদীপ বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলো। কিন্তু বিবাদীরা দীর্ঘ ৩ বছর যাবৎ রাজিয়া সুলতানা রতœার নিকট জোরপূর্বক পেশী শক্তি প্রয়োগ করে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করতে থাকে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪/০১/২২ তারিখ বিবাদীরা রাজিয়া সুলতানা রতœার প্রতিষ্ঠান ভাংচুর করেন। এবং গত ২১/০২/২২ তারিখ প্রতিষ্ঠানের হল রুমে রাজিয়া সুলতানা রতœার পিতা সাবেক এমপি মরহুম এ.এস.এম সোলায়মান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বিবাদীরা অনধিকার প্রবেশ করে পূনরায় ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। রাজিয়া সুলতানা রতœা টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ভান্ডারী ও তোফাজ্জলের নির্দেশে সুজন ও সাহার বানু’র হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রাজিয়া সুলতানা রতœার শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। এসময় সুজনের হাতে থাকা অবৈধ পিস্তলের ডাট দিয়ে রতœার মাথায় আঘাত করে তারা রক্তাক্ত জখম করে এবং তাদের দাবিকৃত চাঁদার ১৫ লক্ষ টাকা না দিলে তাকে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যান। মামলার বাদী রাজিয়া সুলতানা রতœা বলেন, ১৯৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারী আমার বাবা এ.এস.এম সোলায়মান গণফ্রন্ট থেকে সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হন। তিনি মারা যাওয়ার পর ৩০/০৬/১৩ ইং থেকে মোরগাপাড়া এলাকার রতœদীপ ফ্যাশন জোন ও মেসার্স রতœদীপ বিউটি পার্লার নামে আমি একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলাম। কিন্তু বিবাদীরা দীর্ঘ ৩ বছর যাবৎ আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং আমার নিকট জোরপূর্বক পেশী শক্তি খাটিয়ে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে হামলা করছে। আমি তাদের এই ১৫ লক্ষ টাকা চাঁদা না দিলে তারা আমাকে মেরে লাশ গুম করার হুমকি ধামকি প্রদান করছে। এ বিষয়ে আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
Leave a Reply