হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

জানা গেছে, তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। হৃদপিণ্ডে বসেছে রিং। সবাইকে আশ্বস্ত করে সুস্মিতা জানিয়েছেন, এখন তিনি সুস্থ রয়েছেন।
সাবেক বিশ্বসুন্দরী সামাজিকমাধ্যমে খবরটি জানিয়ে লেখেন, দু’দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, রিং বসেছে। তবে সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার হৃদয়টি বড়।
একইসঙ্গে অভিনেত্রী আরো জানিয়েছেন, এই পোস্টের উদ্দেশ্যই হল আপনাদের সুসংবাদটি দেওয়া। অল ইজ ওয়েল। আমি আবার জীবনের জন্য প্রস্তুত।
বরাবরই ফিটনেস সচেতন সুস্মিতা। স্বাভাবিকভাবেই তার তো ফিট মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার সংবাদে উদ্বিগ্ন ভক্তরা। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Leave a Reply