আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৪:১৪
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

মদনগঞ্জ টু মদনপুর সড়কে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই

ডান্ডিবার্তা | ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের মদগঞ্জ টু মদনপুর সড়কে হরহামেশাই ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। তবে এ ধরনের ঘটনায় প্রশাসনের তেমন কোনো নজরদারী নেই বলে দাবী করেছেন ভুক্তভুগী ও স্থানীয় বাসীন্দারা। জানা গেছে, বেশ কিছুদিন যাবত বন্দরের মদনগঞ্জ টু মদনপুর সড়কের মনার বাড়ি, তালতলা, লক্ষনখোলা এবং ঢাকেশ্বরী এলাকায় নিয়মিত ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে করে জনমনে রীতিমতো আতংকের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে কুড়িপাড়া মেলা থেকে ফেরার পথে নবীগঞ্জ মোল্লা বাড়ি নিবাসী ব্যাবসায়ী নূর ইসলাম এবং সঙ্গী আইয়ুব আলী বাড়ি ফেরার পথে ঢাকেশ্বরী মন্দিরের কাছে পৌছালে অজ্ঞাত ৩/৪ জন অস্ত্রধারী অটো থামিয়ে হামলা চালায়। এমতাবস্থায় অটো চালক ভয়ে দুরত্ব বজায় রাখলেও ব্যাবসায়ী নূর ইসলামের উপর হামলা চালায় চিলতাইকারীরা। এসময় তার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা এবং হাতের মোবাইল ফোন নিয়ে যায়। কিন্তু সাথে থাকা আইয়ুব আলী এবং আরও একজন অজ্ঞাত যাত্রীকে ছিনতাইকারীরা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। অতঃপর ছিনতাইকারীরা স্থান ত্যাগ করলে আহত আইয়ুব আলী, নূর ইসলাম এবং অজ্ঞাত ব্যাক্তি নারায়ণগঞ্জ ৩০০ ষয্যা হাসপাতালে(খাঁনপুর) জরুরী বিভাগে তাতক্ষনিক চিকিৎসা নেয়। কিন্তু আহত আইয়ুব আলী এখনো গুরুতর অবস্থায় খাঁনপুর হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনা পরবর্তী সরেজমিনে ঐ এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এখানে ডাকাত মামুন এবং ছিনতাইকারী সুমন গ্রæপ রাত হলেই তালতলা, মনারবাড়ি, ঢাকেশ্বরী ও লক্ষনখোলা এলাকায় ছিনতাই করে। এদের বিরুদ্ধে বন্দর থানা সহ নামে বেনামে জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি সহবেশ কয়েকটি মামলা রয়েছে। তবে পুলিশ এদেরকে ধরছে না বলেই এই চক্রটি রাতে নিরীহ মানুষদের জখম করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। এর আগে বেশ কয়েকটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ভুক্তভুগীরা জানায়, চুরি ও ছিনাতাইয়ের ঘটনায় থানা পুলিশের কোনো সহযোগীতা পাওয়া যায় না। রাতে পেট্এরল টিমও থাকে না ্নএ্কই সড়কটিতে। অভিযোগ করলেও সময় ক্ষেপন ছাড়া কোনো প্রতিকার পাওয়া যায় না বলেও আক্ষেপ করেন অনেকে। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা এব্যাপারে কিছু জানিনা, তবে এই ঘটনায় যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ জনগণের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে। এমনকি পুলিশের তেমন কোনো তৎপরাত চোখেও পরেনি। ভুক্তভুগীরা কোনো অভিযোগ করলেও থানা তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। এ কারনে দিন দিন অপরাধ প্রবনতা বাড়ছে। এভাবে চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দিকে যাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা