আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৩:৩৮
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধার নাই

ডান্ডিবার্তা | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত অনেকেই গ্রেপ্তার হলেও কোন অস্ত্র উদ্ধার করা হয়নি। যদিও ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন থানা থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ লুটতরাজের ঘটনা ঘটেছে। অভিযানে বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে। যাদের অনেকেই জুলাই আন্দোলনে হত্যা সহ বিভিন্ন মামলার আসামী। আগস্ট পরবর্তী সময়ে তারা নিজ এলাকা সহ বিভিন্ন স্থানে লুকিয়ে বেড়াচ্ছিলেন। অভিযানের মুখে গ্রেপ্তার হতে হয়েছে তাদের। যদিও এখন পর্যন্ত শীর্ষ কোন নেতাকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। এদিকে অভিযান পূর্ব সময়ে নারায়ণগঞ্জ শহরে ছাত্রলীগের পোষ্টার সাটাতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। এমনকি রাতের আধারে শীতলক্ষ্যা সেতুতে উঠে দলীয় ¯েøাগান আর্ট করে দ্রæত পালিয়েছে এই দলটির নেতাকর্মীরা। যার ভিডিও ও ছবি প্রকাশ করে রীতিমত উচ্ছ¡াস প্রকাশ করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। অন্যদিকে এমন চিত্রে ক্ষুব্ধ হয়েছে আওয়ামী বিরোধী শিবির। জুলাই আগস্টে গণহত্যা চালানোর পরেও কিভাবে এই দলটির অনুসারীরা প্রকাশ্যে কর্মকান্ড করার সাহস পায় তা নিয়ে তারা প্রশ্ন তুলেন। বিক্ষোভ করেন শহরে। গাজীপুরে হামলার পরে প্রশাসন অপারেশন ডেভিল হান্ট শুরু করে। নারায়ণগঞ্জেও তা শুরু হয় একদিন পর। এখন পর্যন্ত ৪২ জন গ্রেপ্তার হলেও উল্লেখযোগ্য নেতাদের যেমন গ্রেপ্তার হতে দেখা যায়নি। তেমনি দেখা যায়নি অস্ত্র উদ্ধারের কোন চিত্র। আগস্টের ৫ তারিখে নারায়ণগঞ্জের আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ থানায় লুটতরাজ চালানো হয়। সেসময় বিপুল পরিমান রাইফেল, পিস্তল সহ গোলাবারুদ লুটপাট হয়। সেসব অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। নতুন অভিযানে এই অস্ত্র উদ্ধার করা গেলে সামনের দিনগুলোতে অপরাধ প্রবনতা অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা অনেকের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলছেন, ‘অভিযানে প্রশাসনকে অস্ত্র উদ্ধার সহ ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ভাঙ্গিয়ে সমাজে অস্থিরতা তৈরী করা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরী। অন্যথায় অপারেশন শেষ হলে ফের অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই অপারেশনের মধেই অস্ত্র সহ চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার চান সবাই।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা