আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৩:৩৬
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

বর্ণিল সাজে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বসন্ত বরণ

ডান্ডিবার্তা | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বসন্তকে বরণ করে নিলো নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বসন্ত বরণ ১৪৩১। গতকাল সোমবার সকাল ১১টায় আলোচনা সভার মাধ্যমে উৎসবের সূচনা হয়। প্রথম পর্বের আলোচনা শেষে দুপুর ২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে ক্যাম্পাস মাতিয়ে তোলে। অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, প্রাক্তন বিদ্যেৎসাহী সদস্য জহিরুল ইসলাম জহির এবং কবি আরিফ বুলবুলসহ অন্যান্য অতিথিরা। সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন আরিফুর রহমান, জুনায়েদ হোসেন সিয়াম এবং প্রজ্ঞা বণিক। নিজ মাতৃভাষা “ককবরক” বর্ণমালায় স্বরচিত আবৃত্তি পরিবেশন করেন মুকুল কান্তি ত্রিপুরা। দ্বৈত নৃত্যে দর্শকদের নজর কাড়েন শিরোনমিতা ত্রিপুরা ও স্বর্ণা মিস্ত্রি। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনা ছিল মৃত্তিকা কবীরের “ফাগুনের মোহনায়” গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। এছাড়া অধ্যক্ষ শামসুল আলম আজাদ কিংবদন্তি গায়ক প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে একটি আবৃত্তি পাঠ করেন। এ আনন্দ আয়োজন শিক্ষার্থীদের সঙ্গে উপভোগ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও উৎসবে যোগ দেন। ঋতুরাজ বসন্তের আনন্দ আয়োজন শুধু নাচ-গানেই সীমাবদ্ধ ছিল না, ছিল সুস্বাদু খাবারেরও আয়োজন। শিক্ষার্থীদের বাসন্তী রঙের পোশাকে সুশোভিত চারুকলা প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। শিক্ষার্থীরা বলেন, “নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে বসন্ত বরণের এই আয়োজন বাঙালি সংস্কৃতির একটি অংশ। আমরা সেই সংস্কৃতিকে আকড়ে ধরে শিক্ষাজীবনে এগিয়ে যেতে চাই।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা