আজ বৃহস্পতিবার | ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ ফাল্গুন ১৪৩১ | ২০ শাবান ১৪৪৬ | দুপুর ১:৩২

কর্মী সম্মেলন বাস্তবায়নে চাষাঢ়ায় খেলাফত মজলিসের গণসংযোগ

ডান্ডিবার্তা | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ২১ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সোমবার বিকালে শহরের চাষাঢ়া এলাকায় গণসংযোগ করা হয়েছে। খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সাবেক সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ। গণসংযোগের সময় চাাঢ়ায় অবস্থিত বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ও রাস্তায় মিছিল সহকারে প্রচারণা চালানো হয়। বাগে জান্নাত থেকে মিছিল শুরু হয়ে মিশনপাড়া মোড় ঘুরে জামতলা ঈদগাহের সামনে দিয়ে মাসদাইর বাজার গিয়ে সমাপ্ত হয়। উল্লেখ্য- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে আমীরে মজলিস ও মহাসচিবের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। শাখায় শাখায় ব্যাপক প্রস্তুতি চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা