আজ রবিবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১ | ২৩ শাবান ১৪৪৬ | দুপুর ২:৫০
শিরোনাম:
চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।    ♦     ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের যত অপকর্ম    ♦     যথাযোগ্য মর্যাদায় নিউ ন্যাশন কিন্ডার গার্টেনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন    ♦     ফরিদ হত্যায় ১৮১ জনের বিরুদ্ধে মামলা    ♦     শহরে জাকির খানের পক্ষে শোডাউন    ♦     ফতুল্লায় বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা    ♦     আওয়ামীলীগ ছাড়া সকলের সাথে ঐক্য গড়তে রাজি: আজাদ    ♦     সোনারগাঁয়ে শিশুকে শ্বাস রোধে হত্যা    ♦     নিজের আখের গোছাকে অনেক সাংবাদিক দালালি করে    ♦     ভেঙে পড়া রাষ্ট্রকে পুন:গঠনে বিএনপির পক্ষে সম্ভব    ♦    

কামাল বেপরারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল বেপারীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেয়ায় জমির মালিক মনির হোসেনকে অকথ্যভাষায় গালাগালসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী মনির গতকাল বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা যায়, মুসলিমনগর আদর্শপাড়া এলাকার মনির হোসেন দুই দশক আগে নরসিংপুর এলাকায়সাড়ে ৩ শতাংশ জমি ক্রয় করেন। গত ১৫ ফেব্রæয়ারি সেই জমিতে বাড়ি করার উদ্দেশ্যে ইট-বালুনিয়ে যান। কিন্তু ট্রাক থেকে ইট নামানোর সময় কামাল বেপারীর নেতৃত্বে তার ছেলে হৃদয়, রাসেল(২২) সহ ৫/৬ জন সন্ত্রাসী ট্রাক থেকে ইট নামাতে বাধা দেয়। এবং এক লাখ টাকা চাঁদা দাবিকরে। মনির হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে কামাল বেপারীসহ অজ্ঞাত নামা লোকজন তাকেঅকথ্য গালিগালাজ করে। তখন বাধা দিলে কামাল বেপারী তাকে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, ৫ আগস্টের পর থেকেই কামাল বেপারী ওরফে গোয়াইল্লাকামাল বেপরোয়া হয়ে উঠেছেন। তার ছেলে, ভাগ্নে, ভাতিজাদের নিয়ে এলাকায় ব্যাপকচাঁদাবাজি করছেন। শ্যামল নামে এক যুবলীগ নেতার ফার্নিচারের দোকানে লুটপাটও করেছিল। এমন কি কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতনের মামার জমির ঝামেলা মীমাংসা করারকথা বলে জমির সামনে দেয়াল তুলে জমি দখলের চেষ্টা করে। এছাড়া বাড়ির সামনে অফিসনির্মাণের জন্য স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে সে। বিএনপিনেতাকর্মীদের দাবি, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে না থাকলেও শুধু মাত্র লবিং করে পদপাওয়া কামাল বেপারী এখন ‘ধরাকে স্বরা জ্ঞান’ করছেন। দলের ত্যাগী নেতাকর্মীদের মাইনাসকরে নিজ স্বজনদের নিয়ে এলাকায় ব্যাপক হারে চাঁদাবাজি-দখলবাজিতে মেতে উঠেছে। এমনকি স্থানীয়আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাদের প্রশ্রয় দিচ্ছে। তার বিরুদ্ধেদলীয় সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে দলের বদনাম হবে। এব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, দলের নাম বা পদব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোরব্যবস্থা নেয়া হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে কঠোর নির্দেশনাদিয়েছেন। যতো বড় নেতাই হোক না কেনো- অন্যায় করলে ছাড় দেয়া হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা