আজ শুক্রবার | ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ ফাল্গুন ১৪৩১ | ২১ শাবান ১৪৪৬ | দুপুর ১২:২৪
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

সন্ত্রাসী ডিশ বাবুর কেয়ারটেকার আলী স্বেচ্ছাসেবক দলের নেতা

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জ জেলায় ছাত্র-জনতা উপর হামলা গণহত্যার মাস্টারমাইন্ড ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি শামীম ওসমানের অস্ত্র অস্ত্রধারী ক্যাডার ডিশ বাবুর অন্যতম সহচর মোহাম্মদ আলি। তবে আলী ডিশ বাবুর কেয়ার টেকার হিসেবে পরিচিত। ডিশ বাবুর ছত্রছায়ায় থেকে আধিপত্য বিস্তারে বেপরোয়া হয়ে উঠে। ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে অপরাধ সা¤্রাজ্যে। ধীরে ধীরে বাবুর সাম্রাজ্যের সেনাপতি বলে যান। সেই সুবাদে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত লাভ করেন। এরপর পুরো আওয়ামী শাসনামলে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এ সুযোগে আলোচিত আজমিরী ওসমানের হুন্ডাবাহিনী দিয়ে এই আলী নিয়ন্ত্রণ করত চাষাড়ায় চাঁদাবাজির বিভিন্ন সেক্টর। অটোর চাঁদাবাজি , ডিশ ও ইন্টারনেট ব্যবসার দখলদারিত্ব, বিভিন্ন বাস কাউন্টার থেকে চাঁদা, ভূমিদস্যুতা, চাষাড়ার মোড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও হকার নিয়ন্ত্রণ। অনেকের মতে, ৫ আগস্ট এর পর আওয়ামী লীগের সিনিয়র নেতারা দেশ ছাড়লেও তৃণমূলে রয়ে গেছে সেই সন্ত্রাসীরা। বর্তমানে তারা বিএনপির বিভিন্ন নেতাদের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। তা থেকে কোন অংশ ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের অবস্থান। নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়ছে। বিএনপির একশ্রেণির সুবিধাবাদী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে স¤প্রতি এমন ঘটনা ঘটছে। এর ব্যাতিক্রম ঘটেনি মোহাম্মদ আলীর ক্ষেত্রেও। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিশ বাবুর অন্যতম সহকর্মী আওয়ামী লীগের দোসর সেই মোহাম্মদ আলী বিএনপির ব্যানারে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ খুঁজছে বেশ কিছুদিন যাবৎ। বাবুর ডিশ ব্যবসা পরিচালনা ও তার নিজের বিভিন্ন সেক্টর হতে চাঁদাবাজি ধান্দাবাজির অবস্থান টিকিয়ে রাখার জন্য ৫ আগস্ট এর পর থেকে কৌশলে বিএনপির লোকজনের সাথে উঠবস করা শুরু করেন। এমনইভাবে সখ্যতা গড়ে তোলেন যুবদলের সাবেক যুগ্ম আহŸায়ক মরহুম মমিন উল্লাহ ডেভিডের ভাগিনা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শাখাওয়াত ইসলাম রানার সাথে। ডিশ বাবুর কিছু সংখ্যক (ছাত্রলীগ ও যুবলীগ) সন্ত্রাসী কর্মী বাহিনী নিয়ে এই আলী এখন রানার আশ্রয় তলে। তিনি এখন বিএনপি’র লোক হিসেবে নিজেকে জাহির করা শুরু করে দিয়েছেন ইতিমধ্য। এরই মধ্যে সদর থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য আহবায়ক কমিটিতে ২৬ নাম্বার সদস্য পদও বাগিয়ে নেন তিনি। ফতুল্লা থানা দিন কাশিপুর ইউনিয়নের ফরা‌জিকান্দা মস‌জি‌দের সা‌থের এলাকার মৃত: আউয়াল মিয়ার ছেলে এই আলী। ৩ বোন ও ২ ভাই‌য়ের ম‌ধ্যে সবার ছোট তিনি। পড়াশুনা হাইস্কুলের গ‌Ðি পে‌রো‌তে পা‌রে‌নি। বাবার সা‌থে মু‌দি দোকা‌নে ব‌সে প্রাথ‌মিক কর্ম জীবন শুরু ক‌রে। পরব‌র্তি আব্দুল করিম বাবুর ডিশ লাই‌নের কর্মী হি‌সে‌বে যোগ দেয়। মাথায় মই নি‌য়ে ক‌্যাবল লাইন ম‌্যান হি‌সে‌বে দির্ঘদিন বাবুর চাক‌রি ক‌রে। পরবর্তিতে বাবু তা‌কে ডিশ বিল তোলার দা‌য়িত্ব দেয়। এরপর ধি‌রে ধি‌রে কাশীপুর, চর নর‌সিংপুর এলাকার বাবুর ডিশ লাইন দেখাশুনা করার দা‌য়িত্ব পায় এবং বাবুর বিশস্ত হি‌সে‌বে নি‌জে‌কে গ‌ড়ে তো‌লে। হয়ে পড়েন বেপরোয়া। গড়ে তুলেন অপরাধ সা¤্রাজ্য। পরব‌র্তিতে ডিশ বাবুর মার্ক টাওয়া‌রের জেনা‌রেটর ব‌্যবসা দেখভা‌লের দা‌য়িত্ব নেন। সেই সা‌থে বাবুর ডিশ লাইন ব‌্যবসা আমলাপাড়া, মিশনপাড়া এলাকার লাই‌নের টাকা উ‌ত্তোল‌নের দা‌য়িত্ব পান। ধীরে ধীরে বাবুর সাম্রাজ্যের সেনাপতি বলে যান। সেই সুবাদে সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত লাভ করেন। যার ফলে আলোচিত আজমিরী ওসমানের হুন্ডাবাহিনী দিয়ে এই আলী নিয়ন্ত্রণ করত চাষাড়ায় চাঁদাবাজির বিভিন্ন সেক্টর। অটোর চাঁদাবাজি , ডিশ ও ইন্টারনেট ব্যবসার দখলদারিত্ব, বিভিন্ন বাস কাউন্টার থেকে চাঁদা, ভূমিদস্যুতা, চাষাড়ার মোড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও হকার নিয়ন্ত্রণ। অনেকের মতে, ৫ আগস্ট এর পর আওয়ামী লীগের সিনিয়র নেতারা দেশ ছাড়লেও তৃণমূলে রয়ে গেছে সেই সন্ত্রাসীরা। বর্তমানে তারা বিএনপির বিভিন্ন নেতাদের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। তা থেকে কোন অংশ ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের অবস্থান। নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়ছে। বিএনপির একশ্রেণির সুবিধাবাদী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে স¤প্রতি এমন ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী আব্দুল করিম বাবু (ডিশ বাবু) এর অস্ত্রধারী সন্ত্রাসীরা মহানগর স্বেচ্ছাসেবক দলের কাউন্সিল অনুষ্ঠানে পরিলক্ষিত। বিগত কিছুদিন আগে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কাউন্সিলিং অনুষ্ঠানে তেমনি এক দৃশ্যপট দেখা যায়। স্বেচ্ছাসেবক দলের ওই অনুষ্ঠানে আওয়ামী সন্ত্রাসী ডিশ বাবুর সেই আলী হোসেনকে মঞ্চ পরিচালনায় ব্যস্ত থাকতে দেখা যায়। শুধু তাই নায় বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যের সময় নেতাদের পাশে খুব ব্যস্ত দৃশ্য দেখা মেলে তাকে। এ নিয়ে চাঞ্চল্যকর আলোচনা সমালোচনা চললেও কয়েকদিন পার হতে না হতেই। নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সদস্য পদে দেখা যায় এই আলী হোসেনকে। এরকম ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। গত ১৭ ফেব্রæয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার পেইডে মহানগরের আওতাধীন তিনটি থানার ইউনিট কমিটি কাগজ প্রকাশের পর দেখা যায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য আহবায়ক কমিটিতে ২৬ নাম্বার সদস্য পদে স্থান দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে মহানগর বিএনপি তৃণমূলে ব্যাপক সমালোচনার ঝড়। খোঁজ নিয়ে জানা যায়, ডিশ বাবুর সাম্রাজ্য এখন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার নিয়ন্ত্রণে। তারই ধারাবাহিকতায় ডিশ বাবুর সেক্টরের সকল চাঁদাবাজি নিয়ন্ত্রক বাবুর এই গেডিশ আলীর হাতে। যা এখন স্বেচ্ছাসেবক দলের মহানগর আহŸায়ক রানার সেকেন্ড ম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা