আজ সোমবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১ | ২৪ শাবান ১৪৪৬ | রাত ৯:৩৬
শিরোনাম:
আন্দোলণে আজমীর ওসমানের অফিসে তরুনী ধর্ষণের শিকার    ♦     ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা-ছেলে আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন    ♦     মহানগর বিএনপির ডায়নামিক কমিটির গুঞ্জন    ♦     সরকারের কথাবার্তায় মনে হয় তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন    ♦     নারায়ণগঞ্জে নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদী সমাবেশ    ♦     ইসদাইরে রাস্তা বন্ধ করে ভবন চলছে নির্মান    ♦     লেডি ফেরাউন হাসিনার মুখোশ উন্মোচন    ♦     না’গঞ্জে আ’লীগ নেতাসহ ৩৩ জন গ্রেপ্তার    ♦     শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!    ♦     বন্দরে আ’লীগ কর্মী রেজাউল গ্রেপ্তার    ♦    

খাল কেটে কুমির আনছে বিএনপি

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কিছু নেতা খাল কেটে কুমির আনছে। এমন অভিযোগ বিএনপির মাঠ পর্যায়ের ত্যাগী নেতাদের। তারা বলছেন, বর্তমানে আওয়ামীলীগ দেশে অরাজকতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে। এর অংশ হিসাবে তাদের দোসরদের বিভিন্ন ভাবে বিএনপিতে অনুপ্রবেশ ঘটানোর ষড়যন্ত্র করছে। আবার বিএনপির কিছু অর্থলিপ্সু নেতা স্বৈরাচারী আওয়ামী দোসরদের মোটা অংকের অর্থ বাগিয়ে নিয়ে তাদের এলাকায় অবাধে বিচরন করার সুযোগ করে দিচ্ছে। কাউকে আবার বিএনপিতে অনুপ্রবেশ করিয়ে তাদের রক্ষা করার মিশন বাস্তবায়ন করে যাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামীলীগের নেতা থেকে শুরু করে পাতি নেতারাও এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। এখন তাদের মধ্যে কিছু আওয়ামী দোসরদের এলাকায় নির্বিঘেœ ঘুরা ফেরা করতে দেখা যায়। আবার তারা বিএনপি নেতাদের সাথে বসে আড্ডা দিচ্ছে। এক টেবিলে বসে সময় কাটাচ্ছে। যারা বিগত ১৭ বছর এ বিএনপি নেতাদের এলাকায় ছাড়া করে রেখেছিল তাই এখন বিএনপির কাঠের লোক হয়ে যাচ্ছে। এটা আওয়ামীলীগের সুদুরপ্রসারি ষড়যন্ত্র। এসকল আওয়ামীলীগাররা বিগত ১৭ বছর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে এবার তারা বিএনপির কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের অস্থিত্ব টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে অনেক আওয়ামীলীগার বিএনপিতে অনুপ্রবেশ করেছে। যারা শেখ হাসিনার তসবিহ জবতে জবতে মুখে ফেনা তুলে ফেলেছিল এখান তারা বিএনপির সামনে এসে বিএনপির অনুকম্পা পেতে শেখ হাসিনার বদনাম করতে কুণ্ঠাবোধ করছে না। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের ছত্রছায়ায় আওয়ামীলীগ নেতারা বহাল তবিয়তে রয়েছে। সম্প্রতি আওয়ামীলীগের ২জন স্বেচ্ছাসেবক দলে অনুপ্রবেশের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সেই অনুপ্রবেশকারীকে অব্যাহতি দিয়েছে। অনেক নেতা আবার নৌকার প্রার্থীর প্রসংশায় লিপ্ত। যা নিয়ে নারায়ণগঞ্জের সর্বত্র সমালোচনার মুখে পড়েছে নারায়ণগঞ্জে বিএনপির ২ শীর্ষ নেতা। আবার দেখা গেছে আওয়ামলিীগ নেতাদের নিয়ে হাট মাঠ এমনকি ঝুট সেক্টর দখল করতে সংঘর্ষেও জড়িয়েছে। আর এ ধরনের ঘটনা ঘটাতেই আওয়ামীলীগ তাদের দোসরদের বিভিন্ন কায়দায় বিএনপিতে অনুপ্রবেশ গঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু অর্থলোভী নেতার জন্য অনেকে আবার আওয়ামীলীগের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আওয়ামীলীগের দোসরদের বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়েছে। যারা আওয়ামী দোসর তাদের নিয়ে বিভিন্ন সময় বিএনপিতে অনুপ্রবেশের সংবাদ গণমাধ্যমে প্রকাশ পেলেও অর্থলোভীরা জেনে শুনেই বিএনপিতে খাল কেটে কুমির আনছে। আওয়ামী দোসররা এখন সুযোগের সন্ধ্যানে রয়েছে। তারা সুযোগ পেলেইে বিএনপিতে বিবেধ ঘটাবে এবং সময় মত ছোবল দিবে। এখা যায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী ও গুলি করে মানুষ হত্যাকারীদের কেহ কেহ গ্রেফতার হলে সুবিধা আদায়কারী বিএনপি নেতারা থানায় গিয়ে তদবির করে হত্যাকারীকে ছাড়িয়ে আনতে এবং প্রচার করে সে আওয়ামীলীগ নয় বিএনপি কর্মী। এমন অভিযোগ অহরহ পাওয়া যায়। এছাড়া শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর মমিনুল মোমেন শিকদার ওরফে আনোয়ার হোসেন রাতারাতি ভোল পাল্টে এখন বিএনপি নেতা বনে গেছেন। যা নিয়ে শহরময় সমালোচনার ঝড় বইছে। বিএনপির এক শীর্ষ নেতা বলেন, দলের সাফ নির্দেশ রয়েছে কোন অবস্থায় যেন আওয়ামী দোসররা বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে। শুধু তাই নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ নির্দেশ দিয়েছেন। কিন্তু কে শুনে কার কথা। তারা মূলত: বিএনপিকে ধ্বংস করার জন্য দলে অনুপ্রবেশ ঘটাচ্ছে। তাই অতিব জরুরী। বিএনপর ভিতরে থাকা দুশমনদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেয়া। তা না হলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা