আজ মঙ্গলবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১ | ২৫ শাবান ১৪৪৬ | রাত ১:০৩
শিরোনাম:
আন্দোলণে আজমীর ওসমানের অফিসে তরুনী ধর্ষণের শিকার    ♦     ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা-ছেলে আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন    ♦     মহানগর বিএনপির ডায়নামিক কমিটির গুঞ্জন    ♦     সরকারের কথাবার্তায় মনে হয় তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন    ♦     নারায়ণগঞ্জে নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদী সমাবেশ    ♦     ইসদাইরে রাস্তা বন্ধ করে ভবন চলছে নির্মান    ♦     লেডি ফেরাউন হাসিনার মুখোশ উন্মোচন    ♦     না’গঞ্জে আ’লীগ নেতাসহ ৩৩ জন গ্রেপ্তার    ♦     শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!    ♦     বন্দরে আ’লীগ কর্মী রেজাউল গ্রেপ্তার    ♦    

কাঁচপুরে ব্যাংকের এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে ২ যুবক নিহত

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সোনারগাঁয়ের কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকে এসি’র ক¤েপ্রসার মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন ও রাফি নামের দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় মেঘা কমপ্লেক্স ভবনে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের স্থানীয় শাখা অফিসে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষিপুর রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)। তারা দু’জন এস আর পাওয়ার টেকনোলজি নামের একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ভবনের নিরাপত্তা কর্মীরা বলেন, তিনজন শ্রমিক ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দু’জন শ্রমিক। অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান। বিস্ফোরণের ঘটনার পর ব্যাংকটির লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলেও জানান নিরাপত্তা কর্মীরা। কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুর একটার দিকে ব্যাংকের ভেতরে এসির ক¤েপ্রসার মেরামতের কাজ করছিলেন টেকনিশিয়ান তুহিন ও রাফি। এসময় বিকট শব্দে ক¤েপ্রসারটি বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন এবং শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এস আর পাওয়ার টেকনোলজি’র জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ইস্টার্ন ব্যাংকের কাঁচপুর উপ শাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামের দু’জনকে পাঠাই। সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে দুজনই মারা যান।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেখানে দু’জন নিহতের খবর পেয়ে হাসপতালে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা