আজ সোমবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১ | ২৪ শাবান ১৪৪৬ | রাত ১০:১৮
শিরোনাম:
আন্দোলণে আজমীর ওসমানের অফিসে তরুনী ধর্ষণের শিকার    ♦     ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা-ছেলে আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন    ♦     মহানগর বিএনপির ডায়নামিক কমিটির গুঞ্জন    ♦     সরকারের কথাবার্তায় মনে হয় তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন    ♦     নারায়ণগঞ্জে নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদী সমাবেশ    ♦     ইসদাইরে রাস্তা বন্ধ করে ভবন চলছে নির্মান    ♦     লেডি ফেরাউন হাসিনার মুখোশ উন্মোচন    ♦     না’গঞ্জে আ’লীগ নেতাসহ ৩৩ জন গ্রেপ্তার    ♦     শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!    ♦     বন্দরে আ’লীগ কর্মী রেজাউল গ্রেপ্তার    ♦    

শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর মমিনুল মোমেন শিকদার ওরফে আনোয়ার হোসেন রাতারাতি ভোল পাল্টে এখন বিএনপি নেতা বনে গেছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামীলীগের শাসনামলে সোনারগাঁয়ে শামীম ওসমানের নাম ব্যবহার করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন বলে দাবি বিএনপি নেতাকর্মীর। স্থানীয় সূত্রে জানা যায়, শামিম ওসমানের পরিচয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও ছিল মোমেন শিকদারের ঘনিষ্ঠতা। যা দেখা মিলে বিভিন্ন অন্ষ্ঠুানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মোমিন সিকাদারের সখ্যতার ছবি। যা দিয়ে দাবড়িয়ে বেড়াতেন এই চতুর মোমেন। এদিকে শামীম ওসমানের সাথে ব্যবসায়িক লেনদেনের তত্ত¡াবধানে ছিলেন এই মোমেন শিকদার এমনই অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের। এদিকে, ৫ আগস্টে বাংলাদেশে পট পরিবর্তনের পর রাতারাতি ভোল পাল্টে বিএনপি নেতা হিসেবে নিজেকে জাহির করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা ও তদবির চালিয়ে যাচ্ছেন মোমেন। সোনারগাঁও আসনের সাবেক এমপি কায়সার হাসনাতের সঙ্গেও ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তার নির্বাচনে মোমেন শিকদার বিপুল পরিমানে অর্থের যোগান দেন বলে জানান সোঁনারগাও বিএনপির তৃনমূলের একাধিক নেতা। নেতাকর্মীদের বিভিন্ন সূত্রে জানা যায়, গত সরকারের আমলেও সে ছবি দেখিয়ে নিজেকে আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে জাহির করতেন। নিতেন বিশেষ সুবিধা। এখন পট পরিবর্তনের পর বিএনপির নেতাদের সাথে ছবি তুলে বিএনপির নেতা পরিচয় দেয় মোমেন। এছাড়া কায়সার হাসনাতের পিএস আশরাফুজ্জান ওরফে জামানের সঙ্গে মিলে ব্যবসাও করেছেন এই আওয়ামী লীগ নেতা মোমেন শিকদার। মোমেন শিকদার এখন বলে বেড়াচ্ছেন লন্ডনে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে তার ভালো সম্পর্ক। লন্ডনে ওই সিনিয়র নেতাদের নাম ভাঙ্গিয়ে নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের তিনি বড় পদ পদবী বাগিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সোনারগাঁওয়ে স্থানীয় ভাবে বিএনপির ভালো পদে নিজেকে অধিষ্ঠিত করার মিশনে নেমেছেন। এর মাধ্যমে তিনি নারায়ণগঞ্জের কয়েকজন বিএনপি নেতাকে তিনি বিভ্রান্ত করছেন। বিএনপির একটি গ্রæপের সাথে মিলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সব সুযোগ-সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের দোসর মোমেন। তিনি এখন নিজেকে বিএনপি নেতা হিসেবে নিজেকে জাহির করে। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সেজে দলে ঢুকে পড়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাদেরকে প্রতিহত করতে হবে।’ এ ব্যাপারে মমিনুল মোমেন শিকদার বলেন, লন্ডনে একটা ডিনারে শামীম ওসমানের সাথে আমার পরিচয় হয়েছে। ভাবীসহ শামীম ওসমান আর আমি আমার বউ ওই অনুষ্ঠানে ছিলাম। আমি ১৭ বছর বিএনপির দ্বারা নির্যাতিত। আমি বাংলাদেশে বিএনপির কোন নেতা না। আমি ইউরোপে রাজনীতি করি। এখানে কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো এটা কোন বিষয় না। শামীম ওসমানের ছবি থাকলেই যে আমি খারাপ হয়ে গেলাম এমন না। খালেদা জিয়া, শেখ হাসিনা আর এরশাদের ছবি আমার কাছে আছে। তিনজনই বসে হাসাহাসি করতাসে তাতে কি হইসে। এমন রাজনৈতিক সংস্কৃতিই থাকা উচিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা