আজ সোমবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১ | ২৪ শাবান ১৪৪৬ | রাত ৯:৫৪
শিরোনাম:
আন্দোলণে আজমীর ওসমানের অফিসে তরুনী ধর্ষণের শিকার    ♦     ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা-ছেলে আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন    ♦     মহানগর বিএনপির ডায়নামিক কমিটির গুঞ্জন    ♦     সরকারের কথাবার্তায় মনে হয় তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন    ♦     নারায়ণগঞ্জে নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদী সমাবেশ    ♦     ইসদাইরে রাস্তা বন্ধ করে ভবন চলছে নির্মান    ♦     লেডি ফেরাউন হাসিনার মুখোশ উন্মোচন    ♦     না’গঞ্জে আ’লীগ নেতাসহ ৩৩ জন গ্রেপ্তার    ♦     শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!    ♦     বন্দরে আ’লীগ কর্মী রেজাউল গ্রেপ্তার    ♦    

আন্দোলণে আজমীর ওসমানের অফিসে তরুনী ধর্ষণের শিকার

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের চাষাড়ায় ছাত্রলীগের কর্মীদের কাছে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক শিক্ষার্থী। গত শনিবার ঢাকার শিল্পকলা একাডেমীতে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে এক সভার আয়োজন করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব) এর আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ অভিযোগ তোলেন ওই শিক্ষার্থী। অনুষ্ঠানে শিক্ষার্থী বলেন, ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া গোল চত্বর থেকে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জনের একটি দল আমাকে তুলে নিয়ে যায়। তারা আমাকে কলেজ রোডের পেছনে আজমেরি ওসমানের বাসার নিচের একটি অফিসে নিয়ে যায়। সেখানে তারা আমাকে অনেক গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায়ের অফিস থেকে সবাই বেরিয়ে যায়। তবে দুইজন অফিসে ছিলেন। তারা সেখানে আমাকে ধর্ষণ করে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সমন্বয়কদের ধর্ষণের বিষয়টি জানিয়েও কোনো সাহায্য পাননি বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। তিনি বলেন, উমামা ফাতেমাকে যখন জানাই, তখন তিনি বলেন- ও তোমার সঙ্গে অনেক খারাপ হইছে, দেখব বিষয়টা। নুসরাত তাবাসসুমকে যখন বলি, তখন তিনি বলেন-আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। এরপর তাকে একাধিকবার মেসেজ করেছি। তিনি মেসেজ সিন করে রেখে দিয়েছেন। সারজিসও হোয়াটসঅ্যাপে নক দিতে বলেছিল। তিনি দায়িত্ব নিয়েছিলেন। তবে সারজিস ভাইও কোনো কিছু করেননি। অভিযোগ করে তিনি আরও বলেন, আমার এই ঘটনা এমন কেউ নেই যে জানে না। যাদের কারণে আমার জীবন শেষ হয়ে গেছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই আন্দোলনের পরও আমাদের বৈষম্যের শিকার হতে হয়। সন্তানের পরিচয় নিশ্চিত করার জন্য আমি একজন বয়স্ক ব্যক্তিকে বিয়ে করেছি। গত ডিসেম্বরে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। জুলাই আন্দোলনের ছয় মাস পার হলেও আমি ন্যায্য বিচার পাইনি। এদিকে সমন্বয়করা জেনেও সাহায্য করে নি এমন অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম আহনাফের পোস্টটি শেয়ার করে লেখেন, আদৃতাকে একবার আমার সামনে এনে অভিযোগ করতে বলেন যে- তাকে সাহায্য করতে চাওয়া হয়নি। আদৃতাকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল, তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল। কিন্তু সে চেয়েছিল অন্য কিছু, কিন্তু তার অনুমতি ব্যতিরেকে আমি সেটা প্রকাশ করতে পারছি না। আদৃতাকে বলুন নাম নিয়ে অভিযোগ করতে, অন্যথায় তার স্টেটমেন্ট এবং আপনার বিরুদ্ধে না জেনে অভিযোগ করার নিন্দা একসঙ্গে উপযুক্ত স্থানে পৌঁছে দেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা