আজ মঙ্গলবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১ | ২৫ শাবান ১৪৪৬ | দুপুর ১২:০১

জামায়াতের অবস্থান কর্মসূচির আহŸান

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করার আহŸান জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। গতকাল সোমবার এক বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘আগামী ২৫ ফেব্রæয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে নারায়ণগঞ্জ মহানগরী থেকে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে আহŸান জানাচ্ছি। আমরা একযোগভাবে বজ্রকণ্ঠে আওয়াজ তুলবো, ‘আজহার ভাইয়ের মুক্তি চাই, দিতে হবে, দিয়ে দাও’।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।’’ তিনি বলেন, ‘‘১৩ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন এটিএম আজহারুল ইসলাম। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে, এবং ন্যূনতম চিকিৎসা সেবাও প্রদান করা হয়নি। তিনি কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘দেশবাসী আশা করেছিল, স্বৈরাচারের শাসন থেকে মুক্ত হয়ে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন, কিন্তু অন্তর্র্বতী সরকার ক্ষমতা গ্রহণের পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।’’ মাওলানা আবদুল জব্বার বলেন, ‘‘এটি একটি চরম জুলুম ও অন্যায়, এবং এটিএম আজহারুল ইসলামের প্রতি বৈষম্যমূলক আচরণ এখনও অব্যাহত রয়েছে। আমরা আশা করি, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে মুক্তি দেওয়া হবে।’’ তিনি অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আয়োজিত অবস্থান কর্মসূচি সফল করার জন্য নারায়ণগঞ্জবাসী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়েছেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা