আজ মঙ্গলবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১ | ২৫ শাবান ১৪৪৬ | দুপুর ১২:০১

আমরা এখন ব্যক্তিস্বার্থে কাজ করি: গিয়াস

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে গোদনাইল আরামবাগ যুবসমাজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ‘‘আমরা আজকে ব্যক্তিস্বার্থে কাজ করি। সঠিক-বেঠিক কিছু দেখিনা, কিভাবে ক্ষমতা এবং অর্থ-সম্পদ পাওয়া যায়, সেই দিকে এগিয়ে চলি।’’ তিনি আরও বলেন, ‘‘১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আমরা জীবন বাজি রেখেছিলাম, কিন্তু আজকে আমরা যে দেশ দেখছি তা ছিলো না আমাদের উদ্দেশ্য। ভালো মানুষের সুশাসন, ন্যায় বিচার এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আমাদের, কিন্তু ৫৩-৫৪ বছর পরও তা আমরা অর্জন করতে পারিনি।’’ গিয়াসউদ্দিন বলেন, ‘‘যদি রাষ্ট্রের প্রধান চোর হয়, মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী—সব পেশাতেই যদি চোর-বাটপারের সংখ্যা বাড়তে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে? বিগত ১৬ বছরে কোটি কোটি টাকা চুরি-লোপাট করে বিদেশে পাচার করা হয়েছে, রাজনীতিবিদের পিয়নের সাড়ে ছয়শো কোটি টাকা হয়ে যায়, তাতে কীভাবে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ হবে?’’ তিনি মন্তব্য করেন, ‘‘রাজনীতি করতে গিয়ে আমরা শুধু নিজেদের স্বার্থ দেখছি, এবং আমরা দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছি। যদি রাজনৈতিক নেতৃত্বে ভালো মানুষ আনতে পারি, তাদের নির্বাচিত করতে পারি, তবে আমরা সেই সুখী এবং সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব যেটি আমাদের লক্ষ্য।’’ গিয়াসউদ্দিন আরও বলেন, ‘‘ক্ষমতায় গেলেই শুধু মানুষের কল্যাণে কাজ করা যায় না, যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশ থেকে সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে।’’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম, সহ-সভাপতি ডিএইচ বাবুল, যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তু, জেলা নারায়ণগঞ্জ তরুণ দলের সভাপতি টি.এইচ তোহা, ১০নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা