আজ মঙ্গলবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১ | ২৫ শাবান ১৪৪৬ | দুপুর ১২:০১

রূপগঞ্জে ধর্ষণ-খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রূপগঞ্জের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনের গ্রীণ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাÐের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কিন্তু কয়েক দিন ধরে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে গিয়েছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐ দেওয়ার আহŸান জানান। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এগুলো সমাধান করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করার আহŸান জানান তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা