আজ মঙ্গলবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১ | ২৫ শাবান ১৪৪৬ | দুপুর ১২:০১

না’গঞ্জে অমর একুশে বইমেলায় পাঠ উন্মোচিত শফিক আরজু’র কাব্যগ্রন্থ ‘এই দিগন্ত’

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রæয়ারি হতে ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৫ এর আয়োজন করা হয়। উক্ত বইমেলায় কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘এই দিগন্ত’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন করা হয়। এই কাব্যগ্রন্থটি ‘রৌদ্রছায়া’ প্রকাশ থেকে প্রকাশিত মোঃ শফিকুল ইসলাম আরজু’র দ্বিতীয় কাব্যগ্রন্থ। কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু এ নামে সকলের কাছে পরিচিত হলেও বইটিতে তার কাব্যিক নাম প্রকাশ পায় শফিক আরজু নামে। গতকাল সোমবার দুপুরে বইমেলার রৌদ্রছায়া স্টলে এই বইয়ের পাঠ উন্মোচন করা হয়। বইটির পাঠ উন্মোচনকালে বই সম্পর্কে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত থেকে বইয়ের কবিতার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন-কবি আল আশরাফ বিন্ধু, নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্য কর্মীজোট এর সভাপতি মোঃ মাসুমুল হক সোহেল, কলামিস্ট আবু হাসান টিপু, ফতুল্লা প্রেসক্লাবে সভাপতি কবি আব্দুর রহিম, দৈনিক ডান্ডিবার্তা বিভাগীয় সম্পাদক কবি জাহাঙ্গীর ডালিম, সাপ্তাহিক মুক্ত আওয়াজ এর সম্পাদক কবি এনামুল হক প্রিন্স, প্রশিক্ষক সাইফুল আলম নান্টু, কবি ও নাট্য ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু, প্রগতি লেখক সংঘ এর বিমল কান্তি দাস, অন্যকাল সম্পাদক কবি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, কবি জয়নুল আবেদীন জয়, গল্পকার মোহাম্মদ আল মনির, নাট্যব্যক্তিত্ব কবি জহিরুল ইসলাম মিন্টু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ জহিরুল ইসলাম বিদ্যুৎ, কবি সালাউদ্দিন আমির, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, কবি ও ছাত্র প্রতিনিধি নিরব রায়হান, কবি হারুন অর রশীদ সাগর, কবি ফজলুল হক বাবু, কবি আমিনুল ইসলাম, কবি কাউছার আক্তার পান্না, ব্যবসায়ী কবির হোসেন, কবি আবুল কালাম আজাদ, সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ খোকন, কবি জামিল হোসেন, কবি আমিনুল ইসলাম, কবি এস. এ. বিপ্লব, সামাজসেবক মোঃ শিপন জোমাদ্দার, সমাজসেবক এস. বি. দেব দিপু, নাট্য ব্যক্তিত্ব ফিরোজ, সাংবাদিক মিঠুন মিয়া, সঙ্গীত শিল্পী রিয়া খান, নারী উদ্যোক্তা মুনমুন আসকারী, বুবলি আক্তার, আফরিন তমা, ছাত্র নেতা জাবেদ আলম, ফটো সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, সমাজসেবক অর্ক প্রধান, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি মোঃ মামুন হোসেন, আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন সহ প্রমূখ। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা কাব্যিক শফিক আরজু’র জন্ম ১৯৭৫ সালে। ছাত্র জীবন থেকেই তার লেখা-লিখির প্রতি আগ্রহ। আরজু বহুগুণের প্রতিভাময় একজন ব্যক্তি। তিনি এ পর্যন্ত বিভিন্ন সামাজিক সেবামূলক, মানবাধিকার সংস্থা, সাহিত্য ও সাংবাদিক সংগঠনে জড়িত থেকে দক্ষতার সহিত নেতৃত্ব দিয়েছেন এবং সততা ও নিষ্ঠার সহিত কাজ করছেন। ২০১৬ সালে তার প্রথম কাব্যগন্থ প্রকাশ হয় ছায়াবীথি প্রকাশনায় প্রতিক্ষার প্রহর। তার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে সাহিত্যের ছোট কাগজ, দৈনিক পত্রিকা, সাহিত্য সাময়িকী ও যৌথ কাব্যগ্রন্থে। তিনি বর্তমানে সাহিত্য সাময়িকী কাব্যছন্দ নামে তার সম্পদনায় একটি সাহিত্যের ছোট কাগজ বের করে যাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট সাংবাদিক সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি একজন মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘রৌদ্রছায়া প্রকাশ’ এর কর্ণধার আহমেদ রউফ ও বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সভাপতি হাজী আনিসুল হক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা