আজ বুধবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১ | ২৬ শাবান ১৪৪৬ | সকাল ১০:৩৫
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে    ♦     পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা    ♦     নারায়ণগঞ্জ ছাত্রদলে বিরোধী নেই    ♦     নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন    ♦     চুরি-ছিনতাই দমনে নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তুলুন    ♦     শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকান্ড ঘটেছে: মামুন মাহমুদ    ♦     বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল বিএনপির দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত ধাপ    ♦     শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়    ♦     জেলা বিএনপির সমাবেশে বজলুর রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে অংশগ্রহণ    ♦     সেনা প্রধানের সর্তকবার্তা    ♦    

শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়

ডান্ডিবার্তা | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “বিএনপির নেতাকর্মীরা ভালো আছে, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জে আমরা আছি। কিন্তু দেশের সাধারণ মানুষ ভালো নেই, কারণ খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর হিসাব অনুযায়ী, গত পাঁচ মাসে খাদ্যদ্রব্যের দাম ৩১০ শতাংশ বেড়েছে। তাহলে চিন্তা করুন, গত ১৭ বছরে কত শতাংশ বেড়েছে!”তিনি বলেন, “দেশের বাইরে গেলেও শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে সক্রিয়। এই সিন্ডিকেটের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে। সরকারকে বলছি, অতি দ্রæত এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।” গতকাল মঙ্গলবার বিকালে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কের উপর অস্থায়ী মঞ্চে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রæত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ। তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশের বাইরে থেকে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দিচ্ছে। বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব হলো, এই অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।” তিনি তত্ত¡াবধায়ক সরকারের প্রতি আহŸান জানিয়ে বলেন, “অতি দ্রæত নির্বাচন দিন, কারণ এর কোনো বিকল্প নেই। মানুষ গণতন্ত্রের জন্য এত বছর ধরে অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এ অরাজকতা বন্ধ করতে পারবে।” মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আজ ২৫ ফেব্রæয়ারি, পিলখানা হত্যা দিবস। এই দিনে দেশকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের জনগণ তা প্রতিহত করেছে। আমরা আশা করি, সরকার এটিকে আন্তর্জাতিক বিচারের আওতায় আনবে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা