আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | দুপুর ১:০৯

ত্যাগীরাই যুবদলে স্থান পাচ্ছে

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর যুবদল সক্রিয় হয়ে উঠেছে। দলকে শক্তিশালী করতে বিভিন্ন সভা সেমিনার করে যাচ্ছে। দলে এবার ত্যাগী ও নির্যাতীত নেতা কর্মীদের যাচাই বাছাই করে স্থান দেয়ার ঘোষনা দেয়া হচ্ছে। সেই লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভাও করে যাচ্ছে। গতকাল বুধবারও বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় কর্মী সভা করেন। সে সভায় মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যুবদলটা করি। আর আপনারা দীর্ঘ ১৫টি বছর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনাদেরকে সবার আগে মূল্যায়ন করতে হবে। রাজপথে ত্যাগী নেতাকর্মীদের রেখেই আগামীতে কমিটি গঠন করা হবে। আমাদের সাচ্চা কর্মী দরকার আমার ডুবলিকেট কোন কর্মীর দরকার নাই। আর এই কমিটিতে ফ্যাসিস শেখ হাসিনার দোসরদের জায়গা দিবেন না। মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেছেন, আপনারা যারা এখানে যুবদল করবেন আপনাদের পর থেকে কেন্দ্র বেসিক কাজ করতে হবে। যারা ফ্যাসিসদের দোসর ছিল তাদেরকে বাদ দিন। প্রয়োজনে নতুন নেতাকর্মী তৈরি করুন। এদেশের ৬০% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আপনারা সেখান থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসুন। একটি অনুরোধ আপনাদের কাছে কোন ফ্যাসিস আওয়ামী লীগের দোসরদের আপনারা সুযোগ করে দিবেন না। আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু আমরাও এটা খেসারত দিবো। আর আপনারা আমাদেরকে জানাবেন যারা ফ্যাসিসদের দোসর তাদেরকে আমাদের স্থানে ভীড়তে দিবেন না। তাই এবার আওয়ামীলীগ মুক্ত রাজনীতির প্লাটফ্রম তৈরী করাই যুবদলের লক্ষ্য। আগামী দিনে যুবদল জনগণের গোড়দোরায় গিয়ে যাতে বিএনপির ধানের শীর্ষের জন্য ভোট চাইতে পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। বর্তমানে একটি পক্ষ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র যাতে না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে আওয়ামী দোসররা ভোল পাল্টে বিএনপি শিবিরে স্থান নেয়ার চেষ্টা করছে। যারা তাদের পৃষ্টপোষকতা করবে তাদের দল থেকে বহিস্কার করা হবে। এমন হুশিয়ারি দেয়া হচ্ছে যুবদলের পক্ষ থেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা