আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | সকাল ১১:৪২

শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ থেকে ‘কাদির সিপাই গ্রুপের’ প্রধান শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাইকে (৪৬) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। গতকাল বুধবার বিকেলে র‍‍্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার রাতে দুধবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাদির সিপাই ফতুল্লার সিপাইপাড়া এলাকার দুলাল সিপাইয়ের ছেলে। র‍‍্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী কাদির ফতুল্লা থানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। মূলত সামেদ আলীর ছত্রচ্ছায়ায় কাদের দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍‍্যাব।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা