আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | সকাল ১১:৪২

টেন্ডারবাজ ও চাঁদাবাজদের জনগণ চায় না

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দেশজুড়ে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকাÐের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ জেলা। গতকাল বুধবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র সারফরাজ হক সজিবের সঞ্চালনায় বক্তব্য দেন জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহŸায়ক ফারদিন শেখ, সহ-মুখপাত্র শারিয়ান আলায়না সাফা, যুগ্ম সদস্য সচিব নাফিসা আক্তার। নেতারা বলেন, “আমরা রক্তের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি, কিন্তু এখনও ধর্ষক ও অপরাধীরা সক্রিয় রয়েছে। নারায়ণগঞ্জ থেকে ধর্ষকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি।” সমাবেশ থেকে বক্তারা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে বলেন, “তারা বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতা যদি আবার জেগে ওঠে, কেউই রক্ষা পাবে না।” তারা আরও বলেন, “আমরা দিল্লির প্রেসক্রিপশন থেকে মুক্ত হলেও এখন দেখা যাচ্ছে, সুদূর লন্ডন থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জনগণ টেন্ডারবাজ ও চাঁদাবাজদের চায় না।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদর থানা সদস্য লুবনা রহমান, ফতুল্লা থানা সদস্য আব্দুর রহমান গাফফারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর আহŸায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, মুখপাত্র জহিরুল, তোলারাম কলেজ শাখার আহŸায়ক শাখাওয়াত হোসেন আকাশসহ প্রমুখ নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা