আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | সকাল ১১:১১

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধে ডিসিকে খেলাফত মজলিসের স্মারকলিপি

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নগরজুড়ে তীব্র যানজট নিরসন এবং খুন, ছিনতাই, দখলদারী ও চাঁদাবাজি প্রতিরোধের দাবিতে গতকাল বুধবার বিকাল পাঁচটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় নেতৃবৃন্দ সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের লিখিত একসেট বই ডিসিকে উপহার প্রদান করেন। এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক শরীফ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল্লাহ, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ইসলামী ছাত্র মজলিসের সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা