আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | দুপুর ১২:৩৩

দেড়যুগ পর না’গঞ্জ বিএনপিতে স্বস্তি

ডান্ডিবার্তা | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ প্রায় দেড় যুগ পর শহরে বিশাল জনসমাবেশ করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা তাদের শক্তির জানান দিয়েছে। যে জনসমাবেশে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে নিজেদের শক্তিমত্তার জানান দিলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ বিএনপি কতটুক গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিলো। গত মঙ্গলবার জেলা বিএনপির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে দুপুর ২টায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা পূর্বের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। একসময় সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে উঠে। মিছিলে মিছিলে কম্পিত হতে সমাবেশস্থলের আশেপাশের এলাকা। যেনো পুরো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মুখরিত শহর। দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার শহরের আদমজী-চাষাঢ়া সড়কের সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশের আয়োজন করা হয়। এতে মির্জা আব্বাস ছাড়াও জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর কোনো রকমের বাধা-প্রতিবন্ধকতা ছাড়াই আয়োজিত সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে কাজ করছিল উচ্ছ¡াস-উদ্দীপনা। সমাবেশকে সফল করতে নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক করেন। নেন প্রয়োজনীয় সকল প্রস্তুতি। সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিতি করা নিয়ে জোর দেওয়া হয়। একই সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির জন্য সমাবেশ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভাব হয়েছিল। কেননা কিছুদিন আগেই জেলা বিএনপির আহŸায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের কিছুদিনের মধ্যেই এতো বড় সমাবেশ বিএনপির জন্য বড় চ্যালেঞ্জই ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জে পুরোদমে সফল জেলা বিএনপির নেতৃবৃন্দ। তার আগে, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ সরকার। আর এই ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীদেরকে অনেক নির্যাতন নীপিড়নের শিকার হতে হয়েছে। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপির নেতাকর্মীদেরকে সভা সমাবেশ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। এর মধ্য দিয়ে এক ইতিহাসের স্বাক্ষী হলো নারায়ণগঞ্জ জেলা বিএনপি। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপির বিকল্প কেউ নাই তারই জানান দিলো নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা