আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | দুপুর ১২:৩২

ছিনতাই আতঙ্কে দিনকাটে নগরবাসীর

ডান্ডিবার্তা | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাণিজ্যিক শহর নারায়ণগঞ্জের কিছু কিছু জায়গায় স¤প্রতি বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এরমধ্যে চাষাঢ়া, উকিলপাড়ার সামনে বঙ্গবন্ধু সড়ক, নয়ামাটির হোসিয়ারী পল্লীর পাশে অবস্থিত করিম মার্কেট, মাসদাইরের বোয়ালিয়া খাল, জামতলা ও ইসদাইর অক্টো অফিসের সামনে চাষাঢ়া-পঞ্চবটি সড়ক, দেওভোগ পানির ট্যাংকি, জিমখানা রেলওয়ে কলোনি সংলগ্ন জল্লারপাড় পার্ক এবং শীতলক্ষ্যা নদী তীরের ওয়াকওয়েগুলোতে সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া চাষাঢ়া থেকে দুই নং রেল গেট, ও চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এবং ফতুল্লার কাশিপুর এলাকায় প্রায় প্রতিদিন ছিনতাইকারীদের কবলে পড়ছেন সাধারণ মানুষ। জানা যায়, মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত সড়কের আনাচে কানাচে সরব থাকেন ছিনতাইকারীদের চক্র। সুবিধাজনক স্থানে কাউকে দেখলেই টার্গেট করে সবকিছু নিয়ে নেন তারা। এ সময় কেউ তাদের সঙ্গে থাকা টাকা কিংবা মোবাইল এবং স্বর্ণালঙ্কার দিতে রাজি না হলে আঘাত করা হয় ধাতব অস্ত্র দিয়ে। আর এ কারণে শহরের ১০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং ৩০০ শয্যা খানপুর হাসপাতালে ছিনতাইকারীদের আঘাতে আহত রোগীর উপস্থিতি দিনদিন বাড়ছে। নগরবাসী বলছে, রাতে পুলিশ এবং র‌্যাবের টহল বৃদ্ধি না করা হলে ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব না। পাশাপাশি যারা এই অপরাধের সাথে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রæত শাস্তির মুখোমুখির করারও দাবি সবার। তবে ছিনতাই বন্ধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে গভীর রাতে পুলিশের তৎপরতাও দেখা গেছে। বিশেষ করে মধ্যরাতে শহরের কোনো দোকানপাট খোলা দেখেলে সেখানে বাধা প্রদান করছে তারা। মধ্যরাতে শহরে টহলরত বেশ কয়েকজন পুলিশ বলেন, ছিনতাইকারীরা রাতে যেখানে দোকানপাট খোলা দেখতে পায় সেখানে অবস্থান করে। এরপর সেখান থেকে টার্গেট করে মানুষের পেছনে যায় এবং সময় বুঝে সব নিয়ে নেয়। এর আগে আমরা সন্দেহ করে কাউকে আটকালে জানান দোকানে এসেছেন। তাই আমরা ১২টার পর কোনো দোকানপাট খোলা রাখতে নিষেধ করেছি শহরে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এবি সিদ্দিক এ বিষয়ে বলেন, পুলিশ যে চেষ্টা করছে না তা নয়। তারা চেষ্টা করছেন তবে আরো বেশি করে কাজ করতে হবে। কারা এগুলো করছে তাদের ধরতে হবে। ছিনতাইকারীদের চেয়ে প্রশাসনকে বেশি স্মার্ট হতে হবে। টহল বৃদ্ধি না করলে ছিনতাই প্রতিরোধ সম্ভব হবেনা। জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন, আমাদের পুলিশ সক্রিয় আছে। ছিনতাই প্রতিরোধে আমরা সব ধরনের চেষ্টা করছি। আগে চেয়ে শহরে ছিনতাই কমেছে। আশাকরি আরো কমে আসবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা