আজ শনিবার | ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১ | ২৯ শাবান ১৪৪৬ | দুপুর ১:২৩

পতনের পরও আইভী-শামীম পন্থিদের মধ্যে বিরোধ চলমান

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৫ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলের নারায়ণগঞ্জ প্রভাবশালী নেতা শামীম ওসমান ও নেত্রী সেলিনা হায়াৎ আইভী দ্ব›দ্ব এখনো নিরবে পরিলক্ষিত হচ্ছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পালিয়ে যান শামীম ওসমান। অন্যদিকে দুঃসময়ে আওয়ামী লীগের কান্ডারী রূপে দেশে থাকে চুনকা কন্যা আইভী। ৫ আগস্টের পর একাধিক মামলা হলেও আইভী শহরের দেওভোগের বাড়িতে অবস্থান করা নিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিএনপির নেতারা নিয়মিত আইভীর গ্রেপ্তার দাবী করছেন। ধানমন্ডির ৩২ নাম্বারের বাড়ি ভেঙ্গে ফেলার সাথে ওসমান পরিবারের বায়তুল আমান ভেঙ্গে ফেলা পিছনে শামীম ওসমানের ভেতরগত ইন্ধন বাস্তবায়নে বিএনপির কেউ কেউ জড়িত গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগের অনেকেই এখন বিষয়টি নিয়ে বেশ রাজনৈতিক পানি ঘোলা করার চেষ্টা করছেন। তারা রব উঠাচ্ছেন শামীম ওসমান বিদেশে থাকলেও আইভী কিভাবে দেশে নিরাপদ। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনের মাত্র ১৭ দিন আগে নিউজিল্যান্ড থেকে দেশে আনা হয় আইভীকে। বাবার সুনামকে কাজে লাগিয়ে ১৬ জানুয়ারীর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীকে হারিয়ে দাপুটে জয় ঘটান আইভী। তার ওই বিজয় পুরো দেশের আওয়ামী লীগকে শক্তিশালী রূপ ধারণ করে। এতে করে দলের সভানেত্রী শেখ হাসিনা গুডবুকে উঠেন আইভী। দীর্ঘ ২১ বছর বেশি সময়ে ধরে নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি কর্পোরেশনের চারবারের মেয়র ছিলেন তিনি। অপরদিকে ওয়ান এলেভেনের সরকারের পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতা আসা পর দেশে ফিরে দাপুটে রাজনীতি শুরু করে শামীম ওসমান। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে গুড বুকে থাকা আইভীকে দলীয় মেয়র পদে মনোয়নে বাধা হয়ে দাঁড়ান শামীম ওসমান। পরবর্তিতে দলের সমর্থন ছাড়াই শামীম ওসমানকে বিপুল ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র হন আইভী। এরপর থেকে আইভী বিরুদ্ধে শামীম ওসমান প্রকাশ্যে বিরোধীতা দীর্ঘ এক যুগ বেশি সময়ে দেখেছে নারায়ণগঞ্জ সহ দেশবাসী। গত বছর জুলাই-আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের বিরোধীতায় তান্ডব চালিয়েছেন শামীম ওসমান ও তার বাহিনী। অন্যদিকে নাসিক মেয়র দায়িত্ব নিয়ে চুপ ছিলেন আইভী। দলের পক্ষে না নামায় তখনই আইভী বিরুদ্ধে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রশ্ন তুলেন শামীম ওসমান। ৫ আগষ্টের আগে ছাত্র-জনতা আন্দোলনে শামীম ওসমান পালিয়েছে এমন ¯েøাগানে মুখরিত হয়ে উঠে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া। এতে করে নিজের অবস্থান তুলে ধরার জন্য আওয়ামীলীগের দলীয় ফোরামের মিটিংয়ে যোগ দিয়ে জাগান দেয় শামীম ওসমান। এর পর আওয়ামীলীগ সরকার পতনের এক মাস পর সেপ্টেম্বরে ভারতে দিল্লীতে এক মাজারে দেখা মিলে তার। তারও এক মাস অক্টোবর দুবাই এয়ারপোর্টে দেখা যায় শামীম ওসমানকে। প্রায় ছয় মাসের বেশি সময় ধরে পালিয়ে রয়েছেন তিনি ও তার পরিবার। অন্যদিকে সরকার পতনের নয় দিন পর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিপক্ষের তিরস্কার পান আইভী। এর কয়েক দিন পর ১৯ আগষ্ট অন্তবর্তী সরকারের একটি প্রজ্ঞাপনে তাকে অপসারিত করা হয়। অপসারণ হওয়ার পরও তিনি নিজ বাড়ী চুনকা কুটিতে অবস্থান করছেন বলে জানা যায়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কয়েকজন নেতা জানিয়েছেন, শামীম ওসমান নিজে ও তার পরিবারকে রক্ষায় দেশ থেকে পালিয়ে গেছেন। এর আগেও তিনি ২০০১ সালের নির্বাচনে পরও শেখ হাসিনা কথার অযুহাতে পালিয়ে ছিলেন। এবার আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হলেও এখনো নারায়ণগঞ্জে গ্রেপ্তার উপেক্ষা করে বাড়িতে রয়েছেন মেয়র আইভী। এতে করে প্রভাবশালী পরিবারের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। এতে আইভী বিরুদ্ধে দ্ব›দ্ব নিরবে চলছে তাদের সাথে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা