আজ শনিবার | ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১ | ২৯ শাবান ১৪৪৬ | দুপুর ১:২৩

শক্তিশালী হচ্ছে মহানগর যুবদল

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মনিরুল ইসলাম সজল। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক। ছিলেন সাবেক ছাত্রদল নেতা। অপরদিকে শাহেদ আহমেদ সদস্য সচিব। তিনিও মহানগর ছাত্রদলের সভাপতি সহ ছাত্র রাজনীতি করে উঠে আসা পোড় খাওয়া নেতাদের একজন। সজল ও শাহেদের নেতৃত্বাধীন মহানগর যুবদলকে আরো গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভা হচ্ছে। এসব সভায় নেতাকর্মীদের আরো সচেষ্ট হয়ে কাজ করার আহবান জানানো হচ্ছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত দিনে রাজনৈতিক মামলা ও হয়রানীর শিকার হয়েছেন তাদের যথার্থ মূল্যায়নেরও আশ্বাস দিচ্ছেন সজল ও শাহেদ। এরই মধ্যে গত ২৪ ফেব্রæয়ারী সকালে ১০নং ওয়ার্ডের গোদনাইল উচ্চ বিদ্যালয়ে দলীয় পতাকা ও পায়রা উত্তোলনের মাধ্যমে কর্মীসভার উদ্বোধন করেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। বিকেলে ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে কর্মীসভার আয়োজন করা হয়। এসময়, যুবদলের নেতাকর্মীরা তাদের অতীত আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছেন, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। বক্তারা আরও বলেন, আগামীতে যুবদলের নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের ম‚ল্যায়ন করতে হবে। তারা দাবি জানান, কোনো সুবিধাবাদী ও আওয়ামী লীগের দোসরদের যুবদলের কমিটিতে জায়গা দেওয়া যাবে না। গত ২৬ ফেব্রæয়ারি সকালে বন্দরের উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহমান ও মাহবুল আলমের সার্বিক তত্ত¡াবধানে কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল। কর্মী সভার উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন। একই দিনে বন্দর ইউনিয়ন যুবদলের কর্মী সভাতেও ছিল নেতাকর্মীদের প্রাণোচ্ছ¡াস।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা