আজ শনিবার | ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১ | ২৯ শাবান ১৪৪৬ | দুপুর ১:২৩

ঢাকা নগর পরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৫ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা নগর পরিবহন’ নামের এসি বাসে নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল শুক্রবার বিকেলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহŸায়ক রফিউর রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নারায়ণগঞ্জে গণপরিবহন নিয়ে স্থানীয় অসাধু একটি চক্র প্রতিনিয়ত তৎপর রয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সরকার ও প্রশাসনের সহায়তায় শামীম ওসমানের মাফিয়া বাহিনী নারায়ণগঞ্জের জনগণকে জিম্মি করে নির্বিঘেœ গণ বিরোধী তৎপরতা চালিয়েছে। তারা গণপরিবহনকে চাঁদা আদায়ের অন্যতম খাত বানিয়েছিল। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার বদলের পরে নারায়ণগঞ্জের চাঁদাবাজচক্র পালিয়ে যায়। পরে গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনতার আন্দোলনের মুখে নন—এসি বাসের ভাড়া কিছুটা কমে আসে। কিন্তু আমরা লক্ষ করছি ঢাকা—নারায়ণগঞ্জ রুটে এসি বাসের নৈরাজ্য অব্যহত রয়েছে। যখন ইচ্ছে তখন বিভিন্ন নামে এখানে বাস নামছে। যা ইচ্ছে ভাড়া আদায় করছে। এ সব বাসের রুট পারমিট আছে কি নেই তা নজরদারির যেমন কোন উদ্যোগ নেই, ভাড়া নির্ধারনের ক্ষেত্রেও কোন প্রশাসনিক তৎপরতা নেই। ফলে এসিবাস নিয়ে এখনো এখানে গণপরিবহনচক্র যা ইচ্ছে তাই করে যাচ্ছে। কার সাথে যোগসাজসে, কাকে “ম্যানেজ” করে এ সব অরাজকতা নারায়ণগঞ্জে চলছে তা জনগণের বোধগম্য নয়।’ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘সরকার বদলের পর থেকে এতদিন ৭০ টাকা ভাড়ায় বিভিন্ন নামে ঢাকা—নারায়ণগঞ্জ রুটে এসি বাস চলেছে। কিন্তু তিনদিন আগে হঠাৎ করে ঢাকা নগর পরিবহন নামে একটি কোম্পানী ঢাকা—নারায়ণগঞ্জ রুটে এসিবাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে। যাত্রীরা প্রতিবাদ কারলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা আরটিসির (রিজিওনাল ট্রান্সপোর্ট কর্পোরেশন) চেয়ারম্যান হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসিবাসের ভাড়া নৈরাজ্য ও যাত্রীভোগান্তি অবসানের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে অতিদ্রæত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা