আজ রবিবার | ২ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১ | ১ রমজান ১৪৪৬ | সকাল ৯:৩০

যানজট নিরসনে ট্রাফিকদের ভ’মিকা নিয়ে নারায়ণগঞ্জ চেম্বারের সমন্বয় সভা

ডান্ডিবার্তা | ০২ মার্চ, ২০২৫ | ৮:২৩ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে গতকাল শনিবার দুপুরে চেম্বার ভবনের কনফারেন্স রুমে শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ নারায়ণগঞ্জ চেম্বারের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চেম্বার এর সিনিয়র সহ-সভাপতি জনাব মোরশেদ সারোয়ার (সোহেল) বলেন, নারায়ণগঞ্জে যানজট নিরসনে বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করা যায়, বিশেষ করে চাষাড়া মোড়, গ্রীনলেন্স ব্যাংক মোড়, ২নং রেইলগেইট, ১নং রেইলগেইট, মন্ডলপাড়া, খানপুর, পঞ্চবটি, সাইনবোর্ড। তিনি উল্লেখ করেন পবিত্র রমজান উপলক্ষ্যে সিয়াম সাধনায় ধৈর্যশীলতা একটি অংশ। আপনারা যারা যানজট নিরসন কাজে দ্বায়িত্বরত থাকবেন অবশ্যই ধৈর্যের সাথে দ্বায়িত্ব পালন করতে হবে কোন অবস্থাতে কাউকে আঘাত করা ও আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। আপনারা শিক্ষিত পরিবারের শিক্ষিত সন্তান। উপকার করতে গিয়ে আপনারা সহ আমাদের সকলের সুনাম নষ্ট করা যাবে না। প্রায় প্রত্যকটি মোড়ে ট্রাফিক পুলিশ, কমিনিউটি পুলিশ ও সাথে আপনারা ১৮০ জন সদস্য তাদের সহায়তা করার জন্য নিয়োজিত থাকবেন। যেহেতু রোদ, বৃষ্টিতে রাস্তায় পাবলিক সেক্টরে- রিক্সা, অটো রিক্সা, ড্রাইভার, পথচারী ও সাধারন জনসাধরনের সাথে কাজ করতে হবে তাই এটি একটি কঠিন কাজ। অবশ্যই মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে কর্তব্য পালন করতে হবে। প্রতিদিন সকাল ০৮.০০ থেকে দুপুর ০২.০০ পর্যন্ত এবং দুপুর ০২.০০ থেকে রাত ১০ পর্যন্ত ২ টি টিম কার্যক্রম পরিচালনা করবে। চেম্বার কর্তৃক মনোনিত চেম্বার পরিচালক জনাব আহ্মেদুর রহমান তনু এবং অন্যান্য পরিচালক বৃন্দের সহায়তায়¡ মনিটরিং সদস্য নিয়মিত আপনাদের কার্যক্রম তদারকি করবে। যে কোন প্রকার সমস্যা সমাধানের জন্য মনিটরিং সদস্যদের মাধ্যমে ট্রাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের মাধ্যমে চেম্বার থেকে সমাধানের চেষ্টা করা হবে। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনারই শক্তি, আপনাদের ত্যাগ, মেধা ও পরিশ্রমে দেশ নতুন স্বপ্ন দেখছে। সুতরাং নারায়ণগঞ্জে যানজট নিরসনসহ যে কোন প্রকার সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সকল ধরনের সহযোগিতায় আপনাদের পাশে আছে ও থাকবে। উক্ত সভায় ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এমএ করিম সহ উপস্থিত চেম্বারের সহ-সভাপতি-মোহাম্মদ আবু জাফর, পরিচালক- খন্দকার সাইফুল ইসলাম, গোলাম সারোয়ার (সাইদ), আহ্মেদুর রহমান তনু, মোস্তফা এমরানুল হক, মোঃ মজিবুর রহমান বক্তব্য রাখেন। যানজট নিরসনে কমিনিউটি পুলিশ কে সহায়তা করার জন্য প্রায় ৪০-৫০ জন ছাত্র-ছাত্রী সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জনাব সাব্বির চৌধুরী, জিয়াউল হক আসিফ প্রমূখ বক্তব্য রাখেন এবং যে কোন মূল্যে নারায়ণগঞ্জের যানজট নিরসনে কাজ করার আশা ব্যক্ত করেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা