আজ রবিবার | ২ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১ | ১ রমজান ১৪৪৬ | সকাল ৯:৩১

এস কে শাহীনের ফুটপাতে চাদাঁবাজির অভিযোগ!

ডান্ডিবার্তা | ০২ মার্চ, ২০২৫ | ৮:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মার্কেট এলাকায় রাস্তার দুইপাশে গড়ে উঠা দোকানীদের কাছ থেকে আওয়ামীলীগের দোসর নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও অয়ন ওসমানের আস্থাভাজন টিপু সুলতানের ঘনিষ্ট সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসিরকে দিয়ে নিয়মিত চাদাঁ তোলার অভিযোগ পাওয়া গেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীনের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক শিবু মার্কেট এলাকার একাধিক ফুটের ব্যবসায়ী জানান, বিগত প্রায় ১৬ বছর ছাত্রলীগ নেতা টিপু সুলতানের সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসির ছিলেন আমাদের সাধারন ব্যবসায়ীদের কাছে আতংকের একটি নাম। ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুথানের পর টিপু পালিয়ে গেলেও কিছুদিন আত্মগোপনে ছিলো অত্র এলাকার চিহিৃত চাদাঁবাজ নাসির। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীনের নেতৃত্বে আবারও প্রকাশ্যে এসে চাদাঁবাজি শুরু করেছে এ চটপটি নাসির। কিছুদিন আগেও শিবু মার্কেট পুলিশ বক্সের সামনে দুইটি দোকান বসাতে গিয়ে দুই দোকানীর কাছ থেকে এসকে শাহীনের জন্য দোকান প্রতি বিশ হাজার টাকা এবং এবং চটপটি নাসির নিজের জন্য আলাদাভাবে ৪ হাজার টাকা করে আদায় করেন। এছাড়াও শিবু মার্কেট এলাকায় রাস্তার উভয় পাশে গড়ে উঠা প্রায় শতাধিক দোকান থেকে দোকানপ্রতি প্রতিদিন দেড় শত টাকা করে চাদাঁ নিচ্ছেন এসকে শাহীনের জন্য বললেন সাধারন দোকানীরা। যদি কেউ চাদাঁ দিকে অস্বীকৃতি প্রকাশ কওে তাহলে তাকে পরের দিন দোকান খুলতে দেয়না এবং সেই দোকানটি মোটা অংকের বিনিময়ে অন্যত্র ভাড়া দিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান,বিভিন্ন সভা-সমাবেশে এসকে শাহীনসহ বিভিন্ন বিএনপির নেতারা চাদাঁবাজির বিরুদ্ধে ঝাঝালো বক্তব্য দিলেও বাস্তবে তারা অনেকেই চাদাঁবাজিতে লিপ্ত রয়েছেন। যেমনটি হলেন এসকে শাহীন। তারা আরও বলেন,দেশব্যাপী অপরাশেন ডেভিল হান্টের কার্যক্রম চললেও এসকে শাহীনের নেতা ছিচকে নেতারা আওয়ামীলীগের অনেক ডেভিলকে তাদের সাথে রেখেই চাদাঁবাজিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। তারা ক্ষোভের সাথে বললেন, ৫ আগষ্টের পর আমরা হয়বতা ভেবে ছিলাম নতুন একটি বাংলাদেশ পাবো। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এসকে শাহীনের মত নামধারী ছিচকে নেতাদের কারনে তা সম্ভব হয়ে উঠতে পারছিনা। আমরা যারা রাস্তার পাশে দোকান করে পরিবার-পরিজন নিয়ে দু’বেলা খাবার খেয়ে কোনমতে বেচে আছি তারা এ চটপটি নাসির ও এসকে শাহীনদের অব্যাহত চাদাঁবাজি থেকে মুক্তি চাই। এ জন্য আমরা জেলা ও ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও অয়ন ওসমানের আস্থাভাজন টিপু সুলতানের ঘনিষ্ট সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসিরের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি ছাত্রলীগ করিনাই। এলাকাতে চলতে হলে সবার সাথে উঠাবসা করতে হয়। চাদাঁবাজির বিষয়ে তিনি বলেন,ভাই আমি ভুল বলছেন। আপনাকে কেউ ভুল বলেছে আমার ব্যাপারে। আমি কই আছেন এবং আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলবো বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীনের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ও ভাই ১৭ বছরের তথ্য নিয়ে আপনি নিউজ লেইখা পেপাওে দেন। তাছাড়া আমিই আছি জ¦ালার মধ্যে বলে সংযোগটি কেটে দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা