আজ রবিবার | ২ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১ | ১ রমজান ১৪৪৬ | সকাল ৯:১৮

ওসমান ঘনিষ্টদের সাথে সখ্যতা সাখাওয়াত-টিপুর!

ডান্ডিবার্তা | ০২ মার্চ, ২০২৫ | ৮:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
একদিকে ওসমান পরিবারের বিরুদ্ধে জোরালো বক্তৃতা দিচ্ছেন মহানগর বিএনপির শীর্ষ নেতারা, অন্যদিকে ওসমান পরিবারের ঘনিষ্ঠজনদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেনও তারা। পলাতক সেলিম ওসমানের ঘনিষ্ঠজন শওকত হাশেম শকুর পাশে দাঁড়িয়েছে মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সেলিম ওসমানের পক্ষে প্রকাশ্যে গত নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গলের পক্ষে কাজ করার দায়ে শওকত হাশেম শকুকে বিএনপি থেকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় বিএনপি। গত শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরীর ১২নং ওয়ার্ডের ডন চেম্বার এলাকায় বিএনপির বহিষ্কৃত নেতা শওকত হাশেম শকু গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেন। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হোন সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা ছিলেন আবু আল ইউসুফ খান টিপ্।ু এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আনোয়ার হোসেন আনু। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, গত জাতীয় সংসদ নির্বাচনে সদর-বন্দর আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমান ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম ওসমানের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচার প্রচারণা চালান বিএনপির বহিস্কৃত নেতা নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। এই ঘটনায় ২০২৩ সালের ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শকুর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরোধীতা করে শামীম ওসমানের নৌকার পক্ষে কাজ করেন শকু। তৎকালীন ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে অস্ত্র ঠেকিয়ে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়েছিল শওকত হাশেম শকু- এমন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনও করেছিলেন মুফতি মনির হোসাইন কাসেমী। ২০১৪ সালে প্রয়াত এমপি নাসিম ওসমান মারা গেলে সদর-বন্দর আসনে সেলিম ওসমানের পক্ষে কাজ করেন শকু। নগরীর খানপুর এলাকায় সেলিম ওসমানকে দেয়া সংবর্ধণা অনুষ্ঠানেও প্রকাশ্যে অংশগ্রহণ করেন শকু। অথচ সেই শকুকে বিএনপিতে ফেরানোর চেষ্টা করছেন সাখাওয়াত ও টিপু। শকুর পক্ষে অবস্থান নিয়েছেন তারা দুজন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা