আজ মঙ্গলবার | ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ৩ রমজান ১৪৪৬ | সকাল ৯:৫৩

ভয়ঙ্কর সিন্ডিকেটের কবলে বাজার

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতবছর মেয়ে বলেছিলো বাবা এই রমজানে আমার জন্য বাঁজার থেকে বড় মাছ ও গরুর গোস্ত নিয়া আসবা আমরা সেহেরিতে সবাই এক সাথে খুব মজা করে খাবো। মেয়ের কথা শুনে হাসি মুখে বলেছিলাম মা আজকে ফেরার সময় তোর জন্য বড় মাছ ও গরুর গোস্ত নিয়ে আসবো। ফেরার সময় বাঁজারে গিয়েছিলাম ঠিকই তবে মেয়ের আবদার করা বড় মাছ ও গরুর গোস্ত কিনতে পারিনি! বাজারে জিনিসের যেই দাম আমাদের মতো গরিবের জন্য এই সব বড় মাছ ও গোস্ত কিনা সাধ্যের বাহিরে। সেদিন বাসায় ফিরে মেয়েকে কোনরকম বুজিয়ে বলেছিলাম পরের বছর কিনে দিবো তোমাকে। কিন্তু এই বছর বাঁজারের যে অবস্থা এই বছরও কপালে ভালো মন্দ জুটবে বলে মনে হচ্ছে না। ঠিক এইভাবেই মুখে ক্লান্তির ছাপ ও এক বুক হতাশা নিয়ে কথা গুলো বলছিলো হতদরিদ্র আবুল হাসেম। আবুল হাসেম নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার বাসিন্দা। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক তিনি। পেশায় একজন রিকশা চালক। সব বাবা মায়ের মতো আবুল হাসেমেরও স্বাদ আছে তবে সাধ্য নেই। আর পাঁচ দশজনের মতো আবুল হাসেমও চায় তার ছেলে,মেয়েদের ভালো মন্দ খাবার খাওয়াতে কিন্ত কি করার একজন রিকশা চালকের যে আয় তা দিয়ে আমাদের বর্তমান বাঁজারে ভালো মন্দ বাঁজার করা তাদের জন্য নেহাত বিলাসিতা ছাড়া আর কিছু নয়। সারাবছর জুড়ে আমাদের দেশের বাজারগুলো বন্ধী থাকে এক জোরালো সিন্ডিকেটে। রমজান আসলেই যেন সেই সিন্ডিকেটগুলো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। অন্যদিকে অন্যন্য দেশের বাজার গুলোতে পণ্যের দাম সিথিল করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এমন ভয়ঙ্কর সিন্ডিকেটের জালে বন্ধী আমরা। দেশে আন্দোলন হলো,সরকার গেলো এলো নতুন সরকার শুধু রয়ে গেলো সেই পুরনো সিন্ডিকেটগুলো! আমাদের আশেপাশে এমন হাজারো আবুল হাসেম রয়েছে যারা কিনা তাদের পরিবারের জন্য দিন শেষে নিজের কষ্টের অর্জিত আয় দিয়ে বাজার থেকে ভালো কিছু নিয়ে বাড়ি ফিরতে চায় কিন্তু এমন ভয়ঙ্কর সিন্ডিকেটের কারণে তাদের বাড়ি ফিরতে হয় বাজারের সব থেকে কমদামী ও খাওয়ার অযোগ্য পণ্য গুলো নিয়ে। যদি এমন সিন্ডিকেট আমরা না ভাঙ্গতে পারি তাহলে প্রতি বছরই আবুল হাসেমের মতো অনেক বাবাই তার পরিবারের জন্য তার স্বাদ থাকা সত্তে¡ও সাধ্য অনুযায়ী বাঁজার নিয়ে বাড়ি ফিরতে পারবেনা। পরিবারের সবাইকে নিয়ে সমাজের অন্য দশটা পরিবারের মতো সেহেরিতে ভালো মন্দ খেতে পারবেনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা