আজ মঙ্গলবার | ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ৩ রমজান ১৪৪৬ | দুপুর ১২:৫৬

রামারবাগে সেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ইন্টারনেট অফিস ভাংচুর

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের নেতা এসকে শাহীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক রবিনের ইন্টারনেট অফিসে হামলা-ভাংচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে রামারবাগ এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগি সাংবাদিক ও ব্যবসায়ী রাহাদুল ইসলাম রবিন বাদি হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন অভিযোগে জানা গেছে, রামারবাগ এলাকার মৃত মারফত আলীর ছেলে সাংবাদিক রাহাদুল ইসলাম রবিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসে ঢুকে প্রায় ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায় ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সস্তাপুর এলাকার মহব্বত আলীর ছেলে এস কে শাহীন। তারা জোর পূর্বক অফিসে ঢুকে ভাংচুর করে সেখানে থাকা নগদ ২ লক্ষ টাকা, ৩ লক্ষ টাকার ওয়াই-ফাই সরঞ্জামাদি, একটি ক্যামেরা লুট করে নিয়ে গেছে। এছাড়া ওয়াই-ফাই মেশিন সহ পুরো অফিস ভাংচুর করা হয়েছে। লুটে নেওয়া নগদ অর্থ, মেশিনারিজ, ক্যামেরা সহ আনুমানিক ৭-৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে অভিযোগ পেয়ে ফতুল্লা থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী সাংবাদিক রবিন বলেন, আমি একটা ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ শহরে ছিলাম। সন্ধ্যার পরে এলাকার লোকজন আমাকে ফোন করে জানায়, আমার ইন্টারনেট অফিসে ঢুকে ভাংচুর করেছে সস্তাপুর এলাকার এসকে শাহীনের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসীর একটি গ্রæপ। আমি এসকে শাহীনের সাথে ফোনে কথা বলি- ভাই আপনি আমার অফিস ভাংচুর করেছেন কেনো, কি অপরাধ আমার? তিনি বলেন, একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আপনি আসেন আমি আপনার এলাকায় আছি। কিন্তু আমি এসে তাকে পাইনি। দেখি অফিসের থাই গ্লাস, ওয়াই-ফাই মেশিন, চেয়ার টেবিল সব ভাঙ্গা। অফিসের ড্রয়ারে রাখা নগদ ২ লক্ষ টাকা, ক্যামেরা, প্রায় ৩ লক্ষ টাকার ওয়াই-ফাই মেশিনারিজ অফিসে নাই। পরে থানায় অভিযোগ দায়ের করি পুলিশ ঘটনাস্থল এসে পরিদর্শন করেছেন। বর্তমানে আমি, আমার পরিবার এবং এলাকাবাসী আতংকের মধ্যে আছি। তারা হামলা- ভাংচুর লুট করে যাওয়ার সময় হুমকি দিয়েছেন- এ ঘটনায় থানা-পুলিশ বা মামলা করা হলে জানে মেরে ফেলবে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা