আজ মঙ্গলবার | ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ৩ রমজান ১৪৪৬ | দুপুর ১:৫০

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া বৃদ্ধিতে যাত্রী সাধারণের ক্ষোভ

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৫ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি হচ্ছে ভাড়া নৈরাজ্য। কয়েক দিন পর এখানকার বিভিন্ন পরিবহনের বাস মালিকরা কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধি করেন। আর এ নিয়ে কিছুদিন পর সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কোনো কোনো সময় আন্দোলনের মাধ্যমে এর সমাধান হয়। প্রতিবারের মতো এবারও কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসভাড়া ৭০ থেকে বাড়িয়ে ৮০ টাকা বৃদ্ধি করেছে। কোনো যাত্রী প্রতিবাদ করলে তাদের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। যা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন হয়। সেই সঙ্গে এ পরিবর্তনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পরিবহনের নিয়ন্ত্রণে থাকা আওয়ামী লীগের নেতারাও আত্মগোপনে চলে যান। আর এ সুযোগে বিভিন্ন পরিবহনের নতুন পরিচালনায় আসেন বিএনপি নেতারা। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন করে তিনটি পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু। এরপর থেকে তারা ৭০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করে আসছিলেন। তবে নানা সমস্যার কারণে দুটি পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস বন্ধ হয়ে যায়। শুধু আসিয়ান নামে একটি পবিহনের এসি বাস চালু থাকে। কিন্তু গত কয়েকদিন ধরে আসিয়ান পরিবহনের বাসের পরিবর্তে ঢাকা নগর পরিবহনের বাস চালু করা হয়। একই সঙ্গে তারা ৭০ টাকা ভাড়ার পরিবর্তে ৮০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করে। শিপন আহমেদ নামে একজন যাত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যেন কয়েকদিন পরপর নতুন কাহিনী শুরু হয়। বাস মালিকরা ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেন। এবার হঠাৎ করেই ৭০ টাকা থেকে ৮০ টাকা বাস ভাড়া বাড়িয়েছে। এ নিয়ে কিছু বলতে গেলে সাধারণ যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে থাকে। এ নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহŸায়ক রফিউর রাব্বী বলেন, ৫ আগস্টের পর গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনতার আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া কিছুটা কমে আসে। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের নৈরাজ্য অব্যাহত রয়েছে। যখন ইচ্ছা তখন বিভিন্ন নামে এখানে বাস নামছে। যা ইচ্ছা ভাড়া আদায় করছে। এসি বাস নিয়ে এখনো গণপরিবহন চক্র যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আমরা এ বিষয়ে দ্রæত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, এসি বাসের ভাড়া নিয়ন্ত্রণ আমাদের কাছে নেই। তারপরও আমি এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। তারা কার মাধ্যমে এ ভাড়া বৃদ্ধি করেছে সেটা জেনে যথাযথ উদ্যোগ নিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা