আজ সোমবার | ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১ | ২ রমজান ১৪৪৬ | দুপুর ১২:২০

চলতি মাসেই না’গঞ্জ পাসপোর্ট অফিসের কার্যক্রম চালু

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৫ | ১২:০২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অদূরে বাসা ৫০ বছর বয়সী মতিন খানের। লিভারজনিত রোগে আক্রান্ত এই ব্যক্তি চিকিৎসার জন্য ভারতে যাবেন। পাসপোর্ট নবায়নের জন্য অফিসে গেলে জানতে পারেন, আন্দোলনে ক্ষতিগ্রস্ত পাসপোর্ট অফিসের কার্যক্রম এখনও শুরু হয়নি। এখনো চলছে পুড়ে যাওয়া ভবনের মেরামত কাজ। অফিসের সামনে টানানো ব্যানার থেকে তিনি জানতে পারেন, তাকে যেতে হবে ঢাকা কেরানীগঞ্জ অফিসে। এতে হতাশ হয়ে পড়েন তিনি। গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন পুড়ে যায়। এতে অফিস ভবন, আসবাবপত্রসহ প্রায় পাঁচ হাজার প্রস্তুত পাসপোর্ট নষ্ট হয়ে যায়। দীর্ঘ ৭ মাসেও আঞ্চলিক এই পাসপোর্ট অফিসের কার্যক্রম এখনও শুরু হয়নি, ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কয়েকদিনের মধ্যে মেরামতের কাজ শেষ করে এই অফিসের কার্যক্রম শুরু করা যাবে। মতিন খান বলেন, তিনি ফ্যাটি লিভারে আক্রান্ত এবং চিকিৎসার জন্য ভারতের যেতে চান। কিন্তু পাসপোর্ট নবায়ন করতে বারবার কেরানীগঞ্জ যাওয়া তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। “গত কয়েক মাস ধরে এখানে আসছি আর ফিরে যাচ্ছি। এখন আবার বলছে মাসখানেক পরে আসতে। কবে যে এদের কার্যক্রম শুরু হবে!” একই ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন ব্যবসায়ী লিটন শেখ। তিনি জানান, ছবি তোলার জন্য পাঁচবার কেরানীগঞ্জ গিয়েও কাজ হয়নি। যাতায়াতের খরচ ও হয়রানিতে তিনি চরম অসন্তুষ্ট। ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ জেলার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণত, প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ পাসপোর্ট তৈরিসহ বিভিন্ন সেবা গ্রহণ করতেন। তবে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ নারায়ণগঞ্জকে তিন জোনে ভাগ করে পার্শ্ববর্তী জেলার আঞ্চলিক অফিস থেকে সেবা দেওয়ার নির্দেশনা দেয়। এর ফলে, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার বাসিন্দারা কেরানীগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারের বাসিন্দারা নরসিংদী এবং বন্দর ও সিদ্ধিরগঞ্জের বাসিন্দারা মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিস থেকে সেবা নিতে বাধ্য হচ্ছেন। যদিও এতে এই জেলার বাসিন্দাদের যাতয়াত খরচের পাশাপাশি ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। একইসাথে ভিন্ন জেলায় গিয়ে দালালের খপ্পরেও পড়তে হচ্ছে বলে অভিযোগ সেবাপ্রার্থীদের। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার গঠন হলে পাসপোর্ট অফিস মেরামতের উদ্যোগ নেওয়া হয়। যদিও অগ্নিকাÐের সাড়ে সাত মাস পরও মেরামত কাজ শেষ হয়নি। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের তথ্যমতে, অন্তবর্তীকালীন সরকার গঠনসহ বিভিন্ন কারণে মেরামত কাজের টেন্ডার পেতে দেরি হয়। গত বছরের নভেম্বর মাসে টেন্ডার প্রক্রিয়া শেষ হয় এবং ‘বাবর অ্যাসোসিয়েটস’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৫ ডিসেম্বর মেরামত কাজ শুরু করে। তিন মাসের প্রকল্প হিসেবে ২৫ মার্চ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্মাণ শ্রমিকরা মেঝেতে টাইলস স্থাপনের কাজ করছিলেন। কয়েকজন জানালার কাজ করছিলেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, “মেরামতের প্রায় সব কাজ শেষ। এখন শুধু রঙ ও টাইলসের কাজ চলছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।” গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছাইফুল ইসলাম বলেন, “মানুষের কথা চিন্তা করেই আমরা দ্রæত কাজ শেষ করার চেষ্টা করছি। মার্চ মাসের ৫ তারিখে ভবনটি পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা আছে।” তবে, মেরামত কাজ শেষ হওয়ার পরপরই সেবা কার্যক্রম শুরু করা যাবে না। এজন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “আগামী ১৫ মার্চ পাসপোর্ট অফিসের কার্যক্রম পুনরায় চালু হবে বলে আমাকে জানানো হয়েছে। আশা করি, খুব শীঘ্রই নারায়ণগঞ্জবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে।”

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা