আজ বুধবার | ৫ মার্চ ২০২৫ | ২০ ফাল্গুন ১৪৩১ | ৪ রমজান ১৪৪৬ | রাত ৪:২৩
শিরোনাম:
গিয়াসের বক্তব্যে বিএনপিতে তোলপাড়    ♦     তিতাসের ফতুল্লা কার্যালয়েঘুষের টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল!    ♦     সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী দেলু আতংকে এলাকাবাসী    ♦     আওয়ামী দোসর হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে    ♦     আ’লীগ নেতাসহ ৩৪ জন গ্রেপ্তার    ♦     সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৮জন দগ্ধ    ♦     সোনারগাঁয়ে ৩ জনকে কুপিয়ে জখম    ♦     পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া    ♦     পবিত্র মাহে রমজানে এতিমদের নিয়ে মহানগর বিএনপির ইফতার    ♦     রূপগঞ্জে ২ কর্মচারীকে কুপিয়ে আহতের ঘটনায় ব্যবসায়ীদের প্রতিবাদ    ♦    

চিহিৃত ছিনতাইকারীরা আজো অধরা

ডান্ডিবার্তা | ০৪ মার্চ, ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা বলেছেন, কয়েকবছর আগে থেকেই আমরা একটা সমস্যার মুখোমুখি হচ্ছিলাম। এই সমস্যার মুখোমুখি হতে গিয়ে আমরা চাষাঢ়া থেকে একজন ছিনতাইকারীকে আটক করে নিয়ে যাই। তারপর তাকে বেঁধে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেই। পরবর্তীতে এই ছিনতাইকারীদের কাছ থেকে জবানবন্ধী আদায় করতে গিয়ে গলাচিপার একজন মাস্টারমাইন্ডের নাম বললো যার নেতৃত্বে ১৩ থেকে ১৪ ছিনতাই চক্রের সাথে জড়িত। তিনি আরও বলেন, তারা চাষাঢ়া শহীদ মিনারের সামনে একটা মোড় থাকে। অথবা স্পিডব্রেকারের সামনে যখন গাড়িটা ¯েøা করে তখনই ওই ছিনতাইকারী চক্রটা চালককে অস্ত্র দেখায়। তাকে অস্ত্রের মুখে জিম্মী করে গাড়ি থেকে মাল নামায়। সাথে সাথে আরেকটা অটোরিক্সা এসে দ্রæত মালগুলো নিয়ে সরে যায়। তার এই জবানবন্ধীর ভিত্তিতের প্রশাসনের সযোগিতায় পরবর্তীতে ১৪ জনকেই ধরা হয়। একমাস পর মাস্টারমাইন্ডকে ধরা হয়। মামলা দায়ের করা হয়। তারপর আইনের ফাঁক ফোকড় দিয়ে তারা বেড়িয়ে আসে। এটার সুফল আর পেলাম না। শংকর কুমার সাহা বলেন, আমরা রিকশা নিয়ে এই চক্রটা ধরেছিলাম। ছিনতাই চক্রের খোলামেলা চিত্রটা আমার কাছে আছে। নেটওয়ার্কটাকে আমরা ধরেছিলাম। বর্তমান আইন-শৃঙ্খলা অবনতি। পুলিশের তৎপরতা নেই বললেই চলে। আমরা উদ্যোগ না নিলে পুলিশকে সামনে আনা যাবে না। এটা বিশাল সমস্যা। একটা গাড়ি থেকে ৫ বস্তা চাল কিংবা ডাল নিয়ে যায় তাহলে এই ড্রাইভার নারায়ণগঞ্জে আসবে না। কারণ একজন ড্রাইভারকে ৩০০ বস্তা চাল কিংবা ডাল বুঝিয়ে দেয়া হয় তাকে এই ৩০০ বস্তা চাল কিংবা ডালই বুঝিয়ে দিতে হবে। কিন্তু ছিনতাই হলে তারা আসতে চাইতে হবে। ট্রাক চালকরা দিগুণ ভাড়া চাইবে। একটার সাথে আরেকটা মিলে যায়। ছিনতাই চক্রটাকে নজরদারি করতে হবে। ব্যবসায়ীদের পক্ষ থেকেই এই উদ্যোগ নিতে হবে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। আর এই মতবিনিময় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা