
ডান্ডিবার্তা রিপোর্ট
নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা বলেছেন, কয়েকবছর আগে থেকেই আমরা একটা সমস্যার মুখোমুখি হচ্ছিলাম। এই সমস্যার মুখোমুখি হতে গিয়ে আমরা চাষাঢ়া থেকে একজন ছিনতাইকারীকে আটক করে নিয়ে যাই। তারপর তাকে বেঁধে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেই। পরবর্তীতে এই ছিনতাইকারীদের কাছ থেকে জবানবন্ধী আদায় করতে গিয়ে গলাচিপার একজন মাস্টারমাইন্ডের নাম বললো যার নেতৃত্বে ১৩ থেকে ১৪ ছিনতাই চক্রের সাথে জড়িত। তিনি আরও বলেন, তারা চাষাঢ়া শহীদ মিনারের সামনে একটা মোড় থাকে। অথবা স্পিডব্রেকারের সামনে যখন গাড়িটা ¯েøা করে তখনই ওই ছিনতাইকারী চক্রটা চালককে অস্ত্র দেখায়। তাকে অস্ত্রের মুখে জিম্মী করে গাড়ি থেকে মাল নামায়। সাথে সাথে আরেকটা অটোরিক্সা এসে দ্রæত মালগুলো নিয়ে সরে যায়। তার এই জবানবন্ধীর ভিত্তিতের প্রশাসনের সযোগিতায় পরবর্তীতে ১৪ জনকেই ধরা হয়। একমাস পর মাস্টারমাইন্ডকে ধরা হয়। মামলা দায়ের করা হয়। তারপর আইনের ফাঁক ফোকড় দিয়ে তারা বেড়িয়ে আসে। এটার সুফল আর পেলাম না। শংকর কুমার সাহা বলেন, আমরা রিকশা নিয়ে এই চক্রটা ধরেছিলাম। ছিনতাই চক্রের খোলামেলা চিত্রটা আমার কাছে আছে। নেটওয়ার্কটাকে আমরা ধরেছিলাম। বর্তমান আইন-শৃঙ্খলা অবনতি। পুলিশের তৎপরতা নেই বললেই চলে। আমরা উদ্যোগ না নিলে পুলিশকে সামনে আনা যাবে না। এটা বিশাল সমস্যা। একটা গাড়ি থেকে ৫ বস্তা চাল কিংবা ডাল নিয়ে যায় তাহলে এই ড্রাইভার নারায়ণগঞ্জে আসবে না। কারণ একজন ড্রাইভারকে ৩০০ বস্তা চাল কিংবা ডাল বুঝিয়ে দেয়া হয় তাকে এই ৩০০ বস্তা চাল কিংবা ডালই বুঝিয়ে দিতে হবে। কিন্তু ছিনতাই হলে তারা আসতে চাইতে হবে। ট্রাক চালকরা দিগুণ ভাড়া চাইবে। একটার সাথে আরেকটা মিলে যায়। ছিনতাই চক্রটাকে নজরদারি করতে হবে। ব্যবসায়ীদের পক্ষ থেকেই এই উদ্যোগ নিতে হবে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। আর এই মতবিনিময় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯