
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রথম রমজান থেকে স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের সড়কে। রমজানের প্রথম দিনে নারায়ণগঞ্জ শহরে সেই চিরচেনা যানজট দেখা যায়নি। গতকাল সোমবার ২য় রমজানেও শহর যানজট মুক্ত ছিল। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল ট্রাফিক বিভাগ ও কমিউনিটি পুলিশের সদস্যরা। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ঘোষণার পর রমজানকে ঘিরে যানজটমুক্ত নগরী পেল নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের লোকবল সংকটের কথা মাথায় রেখে রমজান মাসকে ঘিরে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিউনিটি পুলিশের পাশাপাশি ১৮০ জন সদস্যকে নিযুক্ত করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। গতকাল সোমবার সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের চানমারি, চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, কালীরবাজার ও দুই নং রেলগেট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ ছাড়াও অতিরিক্ত কমিউনিটি পুলিশ রয়েছে। চাঁদমারি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল কমিউনিটি পুলিশের অবস্থান। এছাড়া সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ি ও সড়ক দখল করে থাকা হকারদের সরিয়ে দিয়েছেন তারা। দিনভর পুরো শহরে কমিউনিটি পুলিশের এ কার্যক্রম চলমান ছিল যার প্রভাব দেখা গেছে সড়কে। অন্যান্য দিনের তুলনায় এদিন শহরে যানজট তুলনামূলক কম দেখা গেছে। সড়কে যানবাহনগুলোকেও সুশৃঙ্খলভাবে চলতে দেখা গেছে। এর আগে গত ২৬ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে দিপু ভূঁইয়া বলেন, যানজট নিরসনে চেম্বার কমিউনিটি পুলিশের মাধ্যমে অতীতে চেষ্টা করেছে। এ বছর আমরা এই কার্যক্রম আরও ব্যাপকভাবে হাতে নেব। আপনারাও আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সাহায্য করবেন। যেন নারায়ণগঞ্জ শহরটা যানজটমুক্ত থাকে। তিনি আরও বলেন, যানজটের কারণে পরিবহন খরচ বেড়ে যায়। এটা কমানো গেলে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও কমবে। নবাব সিরাজুদ্দৌলা রাস্তা কাটা থাকায় ট্রাক যেতে পারছে না। এ সমস্যাটা অতি শিগগিরই যেন সমাধান করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯