
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে দুইটি পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরীর শান্তিবাগ মধুগড় এলাকার মো. ইব্রাহীম খলিলের আমেনা ভিলায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। দগ্ধরা হলেন- দগ্ধরা হলেন রিক্সাচালক হান্নান (৫০), তার স্ত্রী নুরজাহান (৩৫), মেয়ে জান্নাত (৪), মেয়ে সামিয়া (১১) ও ছেলে সাব্বির (১২)। এছাড়া আরেক পরিবারের পোশাক শ্রমিক সোহাগ (২৩), তার স্ত্রী রুপালি (২০) ও তাদের একমাত্র দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া। সোমবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। স্থাানীয়রা জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী-জালকুড়ি রোডের শান্তিবাগ মধুগড় এলাকার ইব্রাহিমের বাড়ির টিনশেড রুমে লাইনের গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ৮ জনকে রাত সাড়ে ৪টার দিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শান্তিবাগ এলাকার বাসিন্দা নুরুল হক জানান, আমাদের এলাকার অনেক জায়গায় লিক আছে। তিতাস গ্যাসের অফিসে আবেদন জানিয়েও আমরা কোন প্রতিকার পাইনি। গত ২ বছর আগেও পাশের আরেকটি বাড়িতে এমন বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরও জানান, যেই বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির নিচে দিয়ে ১ ইঞ্চি যে গ্যাসের পাইপটি আছে সেটার কয়েক জায়গা দিয়ে লিকেজ আছে। সেটা এলাকার সবাই জানে। বৃষ্টি হলে বাড়ির চারপাশ দিয়ে গ্যাসের বুদবুদ উঠে। সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলের দুইটি রুমের প্রায় সবকিছুই পুড়ে গেছে এবং বিস্ফোরণে বাড়ির দেয়ালের কিছু অংশে ফাটল ধরেছে। ঘরের আসবাবপত্র লন্ডভন্ড হয়ে যায়। স্থানীয় বাসিন্দা সুমন মোল্লা বলেন, রাতে বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা বের হয়ে দেখি সবার শরীরের প্রায় বেশিরভাগ অংশ ঝলসে গেছে। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের সব মানুষ জড়ো হয়ে তাদের উদ্ধার করে ৮জনকে হাসপাতালে পাঠাই। তবে বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিলো। জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া নুরজাহানের ২২, জান্নাত ৩, সামিয়া ৭, সাব্বির ২৭, সোহাগ ৪০, রুপালি ৩৪ ও সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুত্বর বলে জানতে পেরেছি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল একটা সেমি পাকা ভবন। যার নিচে দিয়ে একটা গ্যাসের লাইন গিয়েছে। আমরা পরীক্ষা করে দেখলাম ওই গ্যাসের লাইনে একটা লিকেজ আছে। ওই লিকেজটা পুরোনো লিকেজ। এই লিকেজ থেকে এই ঘরগুলোতে একটা গ্যাস চেম্বার হয়ে আগুনের সংস্পর্শে এসে এই বিস্ফোরণ ঘটে। পাশাপাশি ২টি রুমের একটিতে ৩জন ছিলো আরেকটিতে ৫জন ছিলো। তারা ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯