
ডান্ডিবার্তা রিপোর্ট
সারাদেশে আইন শৃঙ্খলার অবনতি সহ ধর্ষণের ঘটনা উদ্বেগের জন্ম দেয়। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও দুটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা চাঞ্চল্যের জন্ম দিয়েছে। অপরাধীরা আইনের আওতায় এলেও উদ্বেগ কমেনি জনমনে। অপরাধীরা যেন জামিনে বেরিয়ে ফের অপরাধ করতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর হবার দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। গত ১৮ ফেব্রæয়ারি রাতে ফতুল্লার লামাপাড়া এলাকায় স্ত্রীকে ওষুধ দিয়ে ফেরার পথে স্থানীয় বখাটেদের হাতে নির্যাতনের শিকার হন এক স্বামী। এসময় তাকে মারধরের ভিডিও ধারণ করে স্ত্রীকে সেই ভিডিও দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ছিনিয়ে নেয়া হয় উভয়ের মোবাইল ও টাকা পয়সা। ঘটনার পরপরেই ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে থানায় গেলেও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেন ভুক্তভোগী। প্রায় ৮ দিন পর বিষয়টি শিক্ষার্থীরা জানতে পারলে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবগত করলে এরপর মামলা রুজু করে পুলিশ। বিষয়টি ততক্ষণে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তুলে। এই ঘটনার দ্রæত সুরাহা না করা হলে পুলিশ সুপার ও ফতুল্লা থানার ওসির প্রত্যাহারের দাবি তোলা হবে এমন হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। মামলা দায়েরের পর র্যাব ১১ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেপ্তার করে। তারা হলেন নাজমুল ও রনি। এদের মধ্যে নাজমুলকে লামাপাড়া ও রনিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। ২৫ ফেব্রæয়ারি সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। তিনি পেশায় বাবুর্চির সহযোগী। ঘটনার রাতে সিএনজি থামিয়ে ছিনতাই ও তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ তুলেন ভুক্তভোগি। এই ঘটনায় সজীব ও হাসান নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী জানায়, সিএনজি যোগে কৃষ্ণপুরা এলাকায় যাবার পথে চিলারবাগ এলাকায় আসামিরা তাদের গাড়ি গতিরোধ করে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র ঠেকিয়ে ওই নারীকে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। পর পর দুটি গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষার্থী সহ নাগরিক প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উদ্বেগজনক তা এই ঘটনাতেই স্পষ্ট হচ্ছে বলে দাবি তাদের। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি লুবনা আক্তার বলেন, ‘যেই ঘটনাগুলো ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন। নারীদের নিরাপত্তা নিশ্চিত সহ মানুষের মাঝে যে ভয় বিরাজ করছে তা কমিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া জরুরি। অন্যথায় এই ধরনের ঘটনায় মানুষ নিজের ঘরেও নিরাপদ বোধ করবে না। ফতুল্লার ঘটনাটি তাই ঘটেছে। স্বামীকে আটকে রেখে স্ত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে আসামিরা। ফলে এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘এসব ঘটনায় ভুক্তভোগীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বিচারিক নিরাপত্তাও প্রশাসনকে নিতে হবে। ধর্ষণের ঘটনায় শুধু আসামিদের গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বিচার বিভাগের সক্রিয়তা এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে নারীর অধিকার রক্ষা করতে হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯