আজ বৃহস্পতিবার | ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১ | ৫ রমজান ১৪৪৬ | রাত ৯:২৮
শিরোনাম:
স্বেচ্ছাসেবক দলে বির্তকিতরা সক্রিয়    ♦     সেই পুরনো চেহায় শহরের যানজট পুলিশ ও স্বেচ্ছাসেবকরা আড্ডায় ব্যস্ত    ♦     আওয়ামী অস্ত্রবাজ সন্ত্রাসী দেলু বিএনপি নেতার আশ্রয় প্রশ্রয়ে    ♦     সি‌দ্ধিরগ‌ঞ্জে কৃষকদ‌ল নেতার ছত্র-ছায়ায় নু‌র হোসেনের ক‌্যাডার‌ ইউসুফ সক্রিয়    ♦     ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক    ♦     সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলায় পিতা-ছেলে পলাতক    ♦     সাবেক মন্ত্রী দস্তগীর গাজী ও তার স্ত্রীর নামে দুদকের ২ মামলা    ♦     যানজট নিরসনে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান    ♦     সিদ্ধিরগঞ্জে চুরি ছিনতাই প্রতিরোধের দাবিতে মানববন্ধন    ♦     ফতুল্লায় চাদাঁর দাবীতে মসজিদের নির্মান কাজে বাধা    ♦    

হদিস নেই কন্ঠশিল্পী মমতাজ বেগমের

ডান্ডিবার্তা | ০৫ মার্চ, ২০২৫ | ১২:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
লোকগান গেয়ে দেশের মানুষের মন জয় করেছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার কারণে বিতর্কিতও হয়েছেন। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন, এরপর দলটির মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন, জিতেছেনও। তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজও যেন উধাও। কোনো খোঁজখবর নেই, গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না সাত মাস ধরে। মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মÐপ মমতাজ বেগমের বাড়ি। গত বছর এমন সময়েও বাড়িটি মানুষের আনাগোনায় মুখর ছিল। কিন্তু এখন সেই বাড়ির পরিবেশ একেবারে নীরব। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির নিরাপত্তাপ্রহরীও জানেন না মমতাজ এখন কোথায় আছেন, কেমন আছেন। আশপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাদের মতেও অনেক দিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িও। বাড়িতে গেলে তিনি আত্মীয়স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন। সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজখবর জানেন না। মমতাজের ব্যবহৃত দুটি ফোন নম্বর বন্ধ। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকলেও এখন কোনো অ্যাপে সক্রিয় নন তিনি। এদিকে মমতাজের ফেসবুক আইডিও গত সেপ্টেম্বরের পর আর সক্রিয় নয়। সর্বশেষ তিনি ফেসবুক আইডিতে মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন। কাঁদিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাইকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বছরের ১৩ অক্টোবর একটি গান পোস্ট করেন। গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল, তা আজও জানা যায়নি। এদিন মমতাজকে গাইতে দেখা গেছে, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে/ আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’ গানটি। মমতাজের গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। মমতাজের গাওয়া সেই গানের ভিউ সোমবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ৩২ লাখ হয়েছে। রিঅ্যাকশন পড়েছে ১ লাখ ১৪ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ১৯ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের কাছাকাছি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রলের শিকার হন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা