
ডান্ডিবার্তা রিপোর্ট
সামাজিক সংগঠন সিদ্ধিরগঞ্জের সানাপাড় বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক বিএনপি নেতা কাজী মো. ইসলাম ও তার ভাই নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় সিলিÐার দোকানে হামলা লুটপাটের অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বর্ণালী সংসদ কার্যালয়ে এ সাংবাদিক সমম্মেলন অনুষ্ঠিত হয়। বর্ণালী সংসদের যুগ্ন সম্পাদক সুমন মুন্না লিখিত বক্তব্যে বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে সানারপাড় এলাকার বাসিন্দা সুপ্রীম কোর্ডের আইনজীবী আলিফ লায়লা বাদী হয়ে গত রোববার রাতে কাজী মো. ইসলাম তার ভাই সানারপাড় কেন্দ্রীয় বায়তুন নুর জামে মসজিদের ইমাম কাজী মারুফসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০-৮০ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজি ও কাউসারের সিলিÐার দোকানে হামলা মারধর ও লুটপাটের অভিযোগ করেন। অভিযোগে উল্লেখিত ঘটনার সাথে বাস্তবাতার কোন মিল নেই। প্রকৃত ঘটনা হলো- সানারপাড় এলাকায় ছুরি,ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর অনুরোধে বর্ণালী সংসদের উদ্যোগে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে বাঘমারা এলাকায় ৬-৭ জনের একটি ছিনতাইকারী দল পহারারত দলের সামনে পড়ে। তখন ছিনতাইকারীরা যে যারমত পালিয়ে যায়। এসময় একই এলাকায় কাজী ইসলামের নেতৃত্বে পাহারারত দলের সামনে পড়ে অভিযোগকারী আইনজীবী আলিফ লায়লার ভাই আনিসুর রহমানের ছেলে আশিক। নিজ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এত রাতে সে ওইখানে কি করে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি। তখন তার দেহ তল্লাশী করে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজার পুটলি পাওয়া যায়। এলাকার পরিচিত ছেলে হিসেবে কাজী ইসলাম তাকে চড়থাপ্পড় দিয়ে সঙ্গে থাকা মাদকদ্রব্য নষ্ট করে ছেড়ে দেয়। পর দিন রোববার কাজী ইসলাম সানারপাড় বাসস্ট্যাÐ মসজিত থেকে আসরের নামাজ আদায় করে বের হওয়ার পর আনিসুর রহমান তার ছেলেকে চড়থাপ্পড় মারার কারণ জানতে চায়। কাজী ইসলাম বিষয়টি বলার পর সে আনিসুর রহমান বলে আমার ছেলে মাদক সেবন করুক বা যা ইচ্ছা তা করুক তুই মারার কে। এই বলে উত্তেজিত আনিসুর রহমান ও তার ভাই ভাতিজারা মিলে কাজী ইসলামকে মারধর শুরু করে। খবর পেয়ে এলাকার লোকজন একত্র হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে চাঁদার দাবিতে দোকানে হামলা লুটপাটের মিথ্যা নাটক সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ করা হয়। এমন মিথ্যা অভিযোগ করার বিষয়টি প্রশাসনকে অবগত করানোর জন্য এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিএনপি নেত্রী লুৎফুরন্নাহার বলেন, অভিযোগকারী আইনজীবী আলিফ লায়লা ও তার ভাই ভাতিজারা আওয়ামী লীগের দোসর। তার ভাই ফেরদৌস জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা মামলার এজাহার নামীয় আসামি। সানারপাড় বাসস্ট্যাÐ এলাকায় সকল ফুটপাত দোকান থেকে ফেরদৌছ চাঁদাবাজি করছে। একাধিক হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ জেলার সাবেক স্বেচ্ছ সেবকলীগ নেতা সানারপাড় মোল্লা বাড়ির মহিউদ্দিন মোল্লার শেল্টারে ফেরদৌস, কাউসার ও তার ভাই ভাতিজা আবির ও নিবির এলাকায় চাঁদাবাজি,চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। ৫ আগস্টের পর মহিউদ্দিন মোল্লা আত্মগোপন করলেই তার বাহিনী এলাকায় বীর দর্পে তাদের এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। সানারপাড় বাসস্ট্যাÐ এলাকায় ফেরদৌসের চাঁদাবাজির সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত আসলাম, মিজানুর রহমান ও সওকতসহ ৭-৮ জন ফুটপাতের ব্যবসায়ী।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯