আজ বুধবার | ৫ মার্চ ২০২৫ | ২০ ফাল্গুন ১৪৩১ | ৪ রমজান ১৪৪৬ | দুপুর ১:৩৫

জিলাপির কেজি ২’শ টাকা চাওয়ায় বিক্রেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ০৫ মার্চ, ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জিলাপীর কেজি ২’শ টাকা চাওয়াতে একদল সন্ত্রাসী দোকানদার ও তার স্ত্রীসহ ৫ জনকে কুপিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট ও ব্যাপক ভাংচুর করে। গত সোমবার সন্ধ্যায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ শেকের ছেলে রব্বানী (৩৫)ও তার স্ত্রী সুলতানা বেগম (২৬),ফটিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম(৩৬)জসিম উদ্দিনের মেয়ে সুরাইয়া আক্তার (২০)ফটিক মিয়ার ছেলে নাহিদ হাসান (১৮)। আহতদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোকানদারের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সুলতানা বেগম ও তার পরিবার জানান, গোলাকান্দাইল এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আলআমিন দোকানে এসে জিলাপির দাম জিজ্ঞাসা করে। এ সময় আমার স্বামী রব্বানী ২’শ টাকা কেজি দাম চাওয়ায় অকথ্য ভাষায় গালাগালি করে। পরে আলআমিনের নেতৃত্বে তার সহযোগী একই এলাকার নাসু ফকিরের ছেলে রাসেল ফকির (৩৫), বিল্লালের ছেলে সজিব (২৮), আলাউদ্দিনের ছেলে ইমন (২৫, গিয়াস উদ্দিনের ছেলে বাদল (২৮), ফরহাদের ছেলে ফাহিম (২৬), মন্নানের ছেলে দিপু (২৫),ইবির ছেলে জিসানসহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার স্বামীর উপর হামলা চালায়। বাধা দিতে গেলে আমাকেও মাথায় কুপিয়ে রক্তাক্ত জম করে। এসময় আমাদের ডাকচিৎকারে আমার মামা,মামি, খালাতো বোন সুরাইয়া আক্তার, মামাতো ভাই নাহিদ এগিয়ে আসলে তাদেরকেও লোহার রড ও হকিষ্টিক দিয়ে আঘাত করে। এ সময় দোকানে ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ ৭৫ হাজার টাকা, ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন লুটে নেয় ও ভাংচুর চালিয়ে ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। যারা এ হামলায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা