
ডান্ডিবার্তা রিপোর্ট
নেতাকর্মীরা ধারণা করছেন অচিরেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান আহŸায়ক কমিটি বিলুপ্ত হতে যাচ্ছে। তবে সেটা না হলে এই কমিটিই হতে পারে পূর্ণাঙ্গ কমিটি। সে যাই হোক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে ফিরতে চায় পূরোনো রাজপথের নেতাকর্মীরা, যারা ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু থেকেই নারায়ণগঞ্জের রাজপথে আন্দোলন সংগ্রাম করে নিজেদের অবস্থান জানানি দিয়েছিলেন। সেইসব নেতাকর্মীরা পিছিয়ে পড়লেও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। স্থানীয়রা বেশি সম্ভাবনা দেখছেন যে কোনো সময় মহানগর বিএনপির নতুন কমিটি হতে পারে। আর নতুন কমিটি হলেই জায়গা মিলতে পারে পুরোনো দিনের রাজপথের নেতাকর্মীদের পদ পদবী। এসব নেতাকর্মীদের প্রত্যেকের বিরুদ্ধে দুই তিন ডজন করে মামলা হয়েছে বিগত শেখ হাসিনার সরকার আমলে। স্থানীয় নেতাকর্মীরা জানান, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এবং এর আগে ১/১১ এর সময় যেসব বিএনপির নেতাকর্মীরা ২০১৮ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগরীর রাজপথ আন্দোলনে কাপিয়েছেন সেইসব নেতাকর্মীদের ভাগ্য খুলতে পারে মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের মাধ্যমে। সব চেয়ে বেশি আলোচনায় আছেন রাজপথের আন্দোলন সংগ্রামে অগ্রদূত মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিকের একাধিকবারের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। অনেকে ধারণা করছেন কেন্দ্রীয় বিএনপি তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। বিএনপির জাতীয় বর্ধিত সভায় একজন ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে ডাক পেয়েছেন খোরশেদ। তারপর থেকে নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে খোরশেদের বিপুল সংখ্যক নেতাকর্মী। এক সময় বন্দর থানা উপজেলা বিএনপির রাজনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক ছিলেন হাজী নুরউদ্দীন আহমেদ। তিনি মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক পদে আসলেও রাজনীতিতে বেশ কোনঠাসা অবস্থায় রয়েছেন। নতুন কমিটি হলে তারও ভাগ্য খুলতে পারে। প্রবীণ বিএনপি নেতা জামাল উদ্দীন কালু, হাসান আহমেদের মত নেতারা রাজপথ কাপিয়েছেন ২০১৮ সাল পর্যন্ত পুরোদমে। অসুস্থ হওয়ার আগ পর্যন্তও তিনি রাজপথে ছিলেন। গোলাম মোস্তফা সাগর কেন্দ্রীয় যুবদলের রাজনীতিতে সরব থাকলেও বর্তমানে আলোচনায় আছেন মহানগর বিএনপির কমিটি গঠনের বিষয়ে। রাজপথে তেমন একটা না থাকলেও বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকা সাবেক ছাত্রদল নেতা কাজী ইফতেখার খায়ের রোমেল ও কামরুল হাসান রোমেনের সম্ভাবনা মহানগর বিএনপির কমিটিতে পদ পাওয়ার বিষয়টি। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির রাজপথের সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা রেখেছেন মহানগর বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু ও আক্তার হোসেন খোকন শাহ। দিপু চৌধুরী বিলুপ্ত নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং আক্তার হোসেন খোকন শাহ মহানগর যুবদলের শীর্ষ পদে থাকাসহ নগর বিএনপির কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। মহানগর বিএনপির নতুন কমিটি হলে এবার ত্যাগের মুল্যায়ন পেতে পারেন এই দুই নেতাও। ২০২২ সাল পর্যন্ত রাজপথে তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সবার আগে সামনে থেকে। বন্দরে বিএনপির আন্দোলন সংগ্রামে অগ্রগামী ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, সেলিম মিয়া, যুবদল নেতা মনিরুল ইসলাম মনু, শহিদুল ইসলাম রিপনের মত ত্যাগী নেতারা। কিন্তু মহানগর বিএনপির কমিটিতে যথাযোগ্য মুল্যায়ন পাননি তারা। মহানগর যুবদলের ব্যানারে ২০০৯ সাল থেকে রাজপথে ব্যাপক আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছেন যুবদল নেতা রানা মুজিব, সরকার মুজিব, রাসেল আহমেদ মনির, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাস, আমির হোসেন, আলী নওশাদ তুষার, আহাম্মদ আলীর মত বহু ত্যাগী নেতারা। কিন্তু দলীয় গ্রæপিংয়ের কারনে দলে তাদের মূল্যায়ণ ঘটেনি। বিএনপি নেতা ফারুক হোসেন, এসএম আসলাম, জয়নাল আবেদীনের মত রাজপথের ত্যাগী নেতাদেরও ঠাঁই মিলেনি দলের যোগ্য পদে। এদিকে আলোচনা হচ্ছে মহানগর বিএনপির কমিটির বিলুপ্ত করে নতুন করে গঠন করতে পারে কেন্দ্রীয় বিএনপি। যদি তাই হয় তবে সেই নতুন কমিটিতে ঠাই পেতে পারে রাজপথে ত্যাগী পুরোনো নেতাকর্মীরা। যারা দলে গ্রæপিং ও বলয়ভিত্তিক রাজনীতির কারনে পিছিয়ে পড়েছেন দলের পদ পদবীর দিক দিয়ে। দলের কঠিন সময়েও এসব নেতাকর্মীরা রাজপথে নিজ নিজ বলয়ের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও চান- যারা ২০০৯ সাল থেকে দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সেইসব নেতাকর্মীদের দিয়েই সাজানো হোক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯